• মূক‑বধির কিশোরীকে যৌন নির্যাতন, ধৃত যুবক
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ মার্কেট থানা এলাকায় ১৬ বছরের এক মূক ও বধির কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল। তদন্তে নেমে পুলিশ শুক্রবার সকালে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। এদিনই তাকে কলকাতার বিচারভবনের বিশেষ পকসো আদালতে হাজির করানো হয়। বিচারক পাপিয়া দাস তাকে ১০ অক্টোবর পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি সৈকত পাণ্ডে জানান, বৃহস্পতিবার রাতে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। কিশোরীর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত প্রতিবেশী যুবককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়। এদিন নির্যাতিতা কিশোরীর গোপন জবানবন্দি নেওয়ার বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আর্জি জানায় সরকার পক্ষ। বিচারক তা মঞ্জুর করেন।                                       
  • Link to this news (বর্তমান)