• টাকা চুরির অভিযোগে ১৩ বছরের মেয়েকে খুন, উত্তরপ্রদেশের ঘটনায় গ্রেপ্তার বাবা
    এই সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • টাকা চুরির অভিযোগে নাবালিকা মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বুলন্দশহরের ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত অজয় শর্মাকে ইতিমধ্যেই জেরা শুরু করেছে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা কবুল করেছেন অজয়। ঘটনা বৃহস্পতিবারের হলেও প্রকাশ্যে আসে শুক্রবার।

    পুলিশ সূত্রে খবর, মৃত নাবালিকা সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। বুলন্দশহরের বিচলৌলা গ্রামে পরিবারের সঙ্গেই থাকত সে। শুক্রবার বিকেলের দিকে অনুপশহর থানা এলাকার একটি ব্রিজের নীচে থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ। তার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নাবালিকা মেয়েটির পরনে স্কুলের ইউনিফর্ম ছিল বলেও জানিয়েছে পুলিশ।

    অভিযুক্তকে জেরা করে আরও জানা গিয়েছে, ওই নাবালিকা ছাত্রী বৃহস্পতিবার স্কুলে গিয়েছিল। ছুটির পরে বাবা অজয় শর্মাই তাকে স্কুল থেকে নিয়ে এসেছিলেন। বাড়ি ফেরার পথে তিনি মেয়েকে নিয়ে নিজের জমিতে যান। সেখানেই ওই নাবালিকা ওড়না দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে অজয়ের বিরুদ্ধে। এমনকী, পরে দেহটি একটি খালের মধ্যে ফেলে দেন বলে অভিযোগ। এ ছাড়াও, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মৃত নাবালিকার স্কুল ব্যাগ।

    জেরায় অজয় আরও জানিয়েছে, তাঁর নাবালিকা মেয়ে গত কয়েকদিন ধরে বাড়ি থেকে টাকা চুরি করছিল। এ কারণে তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তাই জন্যে এমন পদক্ষেপ নেন তিনি। এমনকী, মেয়েকে খুন করার পরে অজয় স্কুল কর্তৃপক্ষকে জানান, মেয়ে আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়েছে এবং আগামী কয়েকদিন স্কুলে যাবে না। অজয় ছাড়াও আরও কেউ এই ঘটনায় জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

  • Link to this news (এই সময়)