• ভারতে ঘুরতে এসে নর্দমায় পড়ে যাওয়া গরুর প্রাণ বাঁচিয়ে নায়ক এক অস্ট্রেলীয় পর্যটক, নেটপাড়ায় প্রশংসার বন্যা ...
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতে ঘুরতে এসে নর্দমায় পড়ে যাওয়া একটি গরুকে উদ্ধার করে নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছেন এক অস্ট্রেলীয় পর্যটক। ডানকান ম্যাকনট নামের ওই ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘটনার মুহূর্তটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, দুর্দশাগ্রস্ত গরুটি একটি শুকনো খালের মধ্যে আটকে রয়েছে।

    ভিডিওতে ম্যাকনটকে সাহসিকতার সঙ্গে বলতে শোনা যায়, “না, প্রাণীটি শুধু ভেতরে পড়ে গিয়েছে। আমরা ওকে উদ্ধার করব। চলো। ভারতের পবিত্র গরু এখানে আটকে পড়েছে। চিন্তা নেই বন্ধু, সব ঠিক হয়ে যাবে।”

    ভিডিওতে প্রথমে ম্যাকনটকে একাই গরুটি তোলার চেষ্টা করতে দেখা যায়। পরে তিনি ভিডিওর উপর লেখেন, “আমার একার পক্ষে এটি সম্ভব ছিল না, কারণ প্রাণীটি বেশ ভারী ছিল। এই কাজের জন্য দু’জন লোক লাগবে।” এরপর আরও এক ব্যক্তির সাহায্যে তিনি গরুটিকে শেষমেশ নিরাপদে নর্দমা থেকে টেনে তুলতে সক্ষম হন। ভিডিওর শেষে ম্যাকনট তাঁর আঙুলের সামান্য চোট দেখিয়ে মজার ছলে বলেন, “আমার আঙুলটা একটু ছড়ে গিয়েছে।”

    এই ক্লিপটি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং ওই অস্ট্রেলীয় ব্যক্তির সহানুভূতির জন্য সকলে তাঁর প্রশংসা করতে থাকেন। একজন মন্তব্য করে বলেন, “কী অসাধারণ একটা মানবিক কাজ! আপনি আজ মানবতার উপর আমার বিশ্বাস ফিরিয়ে আনলেন।” আর একজন লিখেছেন, “সবাই কিন্তু এভাবে দাঁড়িয়ে সাহায্য করে না, আপনাকে অনেক শ্রদ্ধা।” তৃতীয় এক ব্যক্তির মন্তব্য, “গরুটিকে দেখে মনে হচ্ছিল ও খুব স্বস্তি পেয়েছে, এই দৃশ্য হৃদয় ছুঁয়ে গেল।” অন্যরাও একই ধরনের অনুভূতি প্রকাশ করেছেন। একজন লেখেন, “আপনাদের দু’জনের উপর ভগবানের অনেক আশীর্বাদ হোক! এই সৎ কর্মের ফল নিশ্চিত পাবেন!” আর একজন যোগ করেন, “খুব সুন্দর কাজ, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।”

    প্রতিক্রিয়ার স্রোত এখানেই থেমে থাকেনি। এক ব্যবহারকারী লেখেন, “ওই নিরীহ প্রাণীটির প্রতি দয়া দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ।” অন্য এক জন প্রশংসা করে বলেন, “অবশেষে এমন এক জন ক্যামেরাম্যানকে দেখলাম যিনি শুধু ভিডিও না করে সাহায্যও করেন।” কমেন্ট সেকশনে একটি হৃদয়স্পর্ষী বার্তা ছিল, “পবিত্র হোক বা না হোক, তাতে কিছু যায় আসে না ভাই। আপনি একটি প্রাণীকে সাহায্য করেছেন যার সাহায্যের প্রয়োজন ছিল। ঈশ্বর আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন।”

    অন্যান্য মন্তব্যগুলিও ছিল উষ্ণতায় ভরা। এক ব্যক্তি শেয়ার করেন, “পশুদের কথা ভাবার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন।” আর এক জন এক কথায় সারেন, “সাধারণ পোশাকে আপনিই আসল নায়ক।”
  • Link to this news (আজকাল)