• পঞ্চমীতেও ভোগাবে বৃষ্টি? ঠাকুর দেখতে যাওয়ার আগে জেনে নিন আবহাওয়ার লেটেস্ট আপডেট...
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিস শুক্রবার জানিয়ে দিয়েছে, পুজোর কয়েকদিনেও ভাসবে বাংলা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। সেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। শনিবারের মধ্যেই তা ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। ফলে পুজোর দিনগুলিতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এই নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে শনিবার স্থলভূমিতে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। শনিবার সকালে সেটি দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পার করবে।

    আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, এই গভীর নিম্নচাপটির সরাসরি প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়বে না। তবে গভীর নিম্নচাপটি বড়ো এলাকাজুড়ে অবস্থান করার জন্য ও এখন বর্ষা বিদায়ের সময় হওয়ায় এর পরোক্ষ প্রভাব কিছুটা পড়বে। মূলত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে। এছাড়াও, মৌসম ভবন জানিয়েছে দুর্গাপুজোর অষ্টমী থেকে দশমীর মধ্যে নতুন করে আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে।

    তবে এর প্রভাব নিয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি। আজ শনিবার সমস্ত জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত, এবং দমকা হাওয়ার (৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে) সম্ভাবনা এবং দক্ষিণ বাংলার বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রপাত, এবং দমকা হাওয়া (৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে) হতে পারে।

    রবিবার অর্থাৎ মহাষষ্ঠীর দিন উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার, সপ্তমীতে (২৯ সেপ্টেম্বর, ২০২৫) দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া মহানবমীর (১ অক্টোবর, ২০২৫) রাত থেকে ও দশমীর (২ অক্টোবর, ২০২৫) দিন আবহাওয়ার কিছুটা অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সুখবর বাংলার উত্তরের জেলাগুলির জন্য।

    উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং-সহ উত্তরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী পর্যন্ত উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। আজ মহাপঞ্চমীতে শহর কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ঘাম হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।
  • Link to this news (আজকাল)