• পুজোর পরে প্রায় ১৪ হাজার শূন্যপদে শিক্ষক
    দৈনিক স্টেটসম্যান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা রাজ্যের। পুজোর পরেই প্রাথমিকে ১৩ হাজার ৪২১ টি শূন্যপদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিষয়টি জানানো হয়েছে । টেটের ফলপ্রকাশের পরেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ঘোষণা করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাবেন ২০২২ ও ২০২৩ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরাও। নিয়োগের দাবিতে পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা। কয়েকদিন পর পর এই একই দাবিতে রাজপথে নেমে আন্দোলন জারি রেখেছে শিক্ষককর্মী ও চাকরিপ্রার্থীরা। এই উত্তেজনামূলক পরিস্থিতিতে পুজোর ঠিক কয়েকদিন আগে শিক্ষক নিয়োগের ঘোষণা রাজ্যের। রাজ্যের এই ঘোষণার ফলে অবশেষে আশার আলো দেখছেন চাকরিপ্রার্থীরা।

    বুধবার ২০২৩ সালের টেট পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৭৫৪ জন পরীক্ষার্থী। ২০২২ সালের টেট পরীক্ষার ফল আগেই প্রকাশ হয়ে গিয়েছিল। কিন্তু সংরক্ষণ মামলা ঝুলে থাকায় শুরু করা যায়নি নিয়োগ প্রক্রিয়া। টেট পরীক্ষার ফল প্রকাশের পরের দিনই রাজ্যের তরফ থেকে শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সমাজমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘আসন্ন শারদীয়ায় বাংলার যুবক-যুবতীদের শিক্ষক পদপ্রার্থীদের জন্য সুখবর।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ১৩ হাজার ৪২১টি শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য প্রাথমিক শিক্ষা সংসদ। পুজোর পরেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে সংসদ| সকল চাকরিপ্রার্থীদের জন্য রইল আগাম শুভেচ্ছা।’ বিজ্ঞপ্তি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন, মামলার কারণে এতদিন প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা যাচ্ছিল না। মামলার জটিলতা কাটতেই নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু হয়ে গেল বিজ্ঞপ্তি জারি করার মধ্যে দিয়ে। সকল টেট উত্তীর্ণরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।

    পর্ষদের তরফে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, নম্বর ও আবেদনের ফি এর কথা উল্লেখ রয়েছে। বিজ্ঞপ্তিতে জেনারেল ক্যাটাগরির আবেদনকারীদের জন্য ৬০০ টাকা, ওবিসি-এ ও বি ক্যাটাগরির ৫০০ টাকা এবং এসসি-এসটি ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ৩০০ টাকা ফি ধার্য করা হয়েছে।

    রাজ্যের ২৩ টি জেলায় প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলতি বছরের শিক্ষক দিবসে মুখ্যমন্ত্রীকে এসএসসিতে শিক্ষক নিয়োগের পাশাপাশি প্রাথমিকে শীঘ্রই নিয়োগের কথা বলতে শোনা গিয়েছিল। মুখ্যমন্ত্রীর বলা সেই কথা অনুযায়ী পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অর্থদপ্তরের তরফে অনুমোদন পাওয়ার অপেক্ষায় ছিল পর্ষদ। অর্থদপ্তরের অনুমোদনের পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ১৩ হাজার ৪২১ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)