পিছু ছাড়ছে না ‘নাছোড়’ নিম্নচাপ, আরও একটি ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! পঞ্চমীতে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি
প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৫
নিরুফা খাতুন: পিছু ছাড়নে না ‘নাছোড়’ নিম্নচাপ। একটি গভীর নিম্নচাপ আজ, শনিবার দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে। এতেই শেষ নয়, আরও একটি ঘূর্ণাবর্ত আন্দামান সাগরে ঘনীভূত হবে ৩০ সেপ্টেম্বর। প্রভাবে ১ অক্টোবর নবমীর দিন মধ্য ও উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি নিম্নচাপ তৈরি সম্ভাবনা রয়েছে। যার জেরে নবমীর রাত থেকে দশমী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বাংলার বেশ কিছু জেলা। আজ, পঞ্চমীর দিনেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ থেকে সাতদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আজ, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার সকালে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। বেলার দিকে মেঘলা হতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। রবিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিম্নচাপ বাংলার দিকে এলে নবমীর দিন থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নবমীর নিম্নচাপে কলকাতাতে ভারী বৃষ্টির সতর্কতা। এছাড়াও নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির কথা শুনিয়েছে হাওয়া অফিসে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা। আজ শনিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। মালদহ ও দিনাজপুরে সোমবারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। নবমীর রাত থেকে দশমীতেও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও।