• ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাত ধরে ভিড় বাড়তে পারে সল্টলেকের পুজোয়
    আনন্দবাজার | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরো পথে ইস্ট-ওয়েস্ট মেট্রোর চলাচল শুরু হয়ে যাওয়া এ বার সল্টলেকের পুজোয় দর্শনার্থীদের ঢল নামাতে পারে। একই সঙ্গে ভিড় বাড়তে পারে লেক টাউন, শ্রীভূমি হয়ে দমদম পার্ক এলাকার পুজোগুলিতেও।

    এত দিন বাস এবং লোকাল ট্রেন ছাড়াও ব্যক্তিগত গাড়িতে পুজো দেখতে বেরোনো উৎসাহী দর্শকদের ভিড় মূলত আছড়ে পড়ত লেক টাউন, শ্রীভূমি এবং দমদম পার্ক এলাকাকে ঘিরে। সল্টলেকের বিভিন্ন আবাসনের পুজো দেখা নিয়ে উৎসাহ থাকলেও সেখানে পৌঁছনোর ক্ষেত্রে যাতায়াতের সমস্যা অনেক ক্ষেত্রেই লোকজনের আগ্রহে ভাটার কারণ হত। স্থানীয়দের বাইরে মূলত ব্যক্তিগত গাড়ি অথবা মোটরবাইক নিয়ে পুজো দেখতে বার হওয়া দর্শকদের ভিড় বেশি চোখে পড়ত সল্টলেকের লাবণী আবাসন, বি ই ব্লক বা এফ ডি ব্লকের পুজোয়।

    এ বার সেই চেনা ছবি বদলাতে চলেছে বলেই মনে করছেন সল্টলেকের বিভিন্ন পুজোর উদ্যোক্তারা। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পথে মেট্রো পরিষেবা শুরু হওয়ার পরে উত্তর শহরতলির দত্তপুকুর এবং দক্ষিণের সোনারপুর, বারুইপুর থেকে আসা দর্শকদের একাংশ গত দু’বছর ধরেই সল্টলেকে আসছেন। কিন্তু এ বার ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া পর্যন্ত জুড়ে যাওয়ার পাশাপাশি সারা রাত পরিষেবা চালু থাকা পরিস্থিতি বদলে দিতে চলেছে বলে মনে করছেন অনেকেই। আজ, শনিবার পঞ্চমী এবং কাল, রবিবার ষষ্ঠীতে রাত প্রায় ১১টা ২০ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে। সপ্তমী থেকে নবমীর মধ্যে দুপুর দেড়টা থেকে ভোর ৪টে ১৮ মিনিট পর্যন্ত পরিষেবা চালু থাকবে। ওই সময়ে ১৯২টি মেট্রো ন্যূনতম আট মিনিট এবং সর্বাধিক ২০ মিনিটের ব্যবধানে চলবে।

    সল্টলেকের দু’নম্বর সেক্টরের একটি পুজোর উদ্যোক্তা প্রদীপকুমার বণিক বলেন, ‘‘ইতিমধ্যে উদ্বোধন হয়ে যাওয়া পুজোয় দর্শনার্থী বেড়েছে। পুজোর দিনগুলিতে সেই সংখ্যা আরও বাড়বে বলে আমাদের অনুমান।’’ পুজোয় ভিড় বাড়ার ব্যাপারে আশাবাদী দক্ষিণদাঁড়ির একটি পুজোর উদ্যোক্তা পার্থ বর্মা এবং সল্টলেক তিন নম্বর সেক্টরের আর একটি পুজোর উদ্যোক্তা রঞ্জন পোদ্দার।

    প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বেঙ্গল কেমিক্যাল স্টেশন থেকে উল্টোডাঙা, লেক টাউনের পুজো খুব কাছে। আবার সেন্ট্রাল পার্ক, করুণাময়ী স্টেশন থেকে বিভিন্ন আবাসনের পুজো হাঁটাপথের দূরত্বে। ফুলবাগান এলাকার একাধিক পুজোতেও ভিড় বাড়াতে পারে নতুন মেট্রো। পুজো এবং মেট্রো সংযুক্তির হাত ধরে বাড়তি ভিড়ের আশা করছেন সল্টলেক এলাকার একাধিক রেস্তরাঁ এবং খাবারের দোকানের মালিকেরাও।
  • Link to this news (আনন্দবাজার)