• পুজোর ভিড় নিয়ন্ত্রণে শিয়ালদহ স্টেশনে বিশেষ ব্যবস্থাপনা
    আনন্দবাজার | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • উত্তর-দক্ষিণ মেট্রোর সঙ্গে ইস্ট-ওয়েস্ট এবং নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো জুড়ে যাওয়ার পর শিয়ালদহ স্টেশনে যাত্রীদের ভিড়ের সম্ভাবনা বহু গুণ বেড়েছে। সে কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীদের ঢোকা এবং বেরোনোর বিভিন্ন পথের মুখোমুখি সংঘাত এড়াতে একাধিক পদক্ষেপ করেছেন রেল কর্তৃপক্ষ।

    পুজোর দিনগুলিতে স্টেশনের বাইরের চত্বরে যান চলাচল শৃঙ্খলিত করতে ওই অংশে ব্যস্ত সময়ে ব্যক্তিগত গাড়ির প্রবেশ নিষিদ্ধ করেছেন কর্তৃপক্ষ। কুম্ভমেলায় ভিড়ের বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্টেশনের বাইরের পরিসরকে ভিড় ধরে রাখার সাময়িক ক্ষেত্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ ডিভিশনের রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা পুজোর সময়ে মাত্রাছাড়া ভিড়ের বিপত্তি এড়াতে একাধিক পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, অতিমারি পরিস্থিতির সময় থেকে বন্ধ হয়ে পড়ে থাকা প্রফুল্ল দ্বার এ বার পুজোর আগে খুলে দিয়েছে রেল। এর ফলে ওই পথ ব্যবহার করে যাত্রীরা সরাসরি ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে যেতে পারবেন। স্টেশনের ৬ থেকে ১০ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছনোর ক্ষেত্রে উত্তর দিকের প্রবেশ পথ ব্যবহৃত হবে। এ ছাড়াও ওই অংশে মেট্রো ধরার জন্য সাবওয়ের পথ উন্মুক্ত থাকছে।

    দক্ষিণ শাখার যাত্রীদের জন্য মেট্রো এবং স্টেশনের প্রবেশ পথ থাকছে রেল কোচ রেস্তঁরার সামনের দিকে। স্টেশন চত্বরে অটোর প্রবেশ নিয়ন্ত্রিত হয়েছে। ফলে, দক্ষিণ শাখার যাত্রীদের ক্ষেত্রেও চাহিদা অনুযায়ী ট্রেন এবং মেট্রো ধরার পথ সুগম হয়েছে। দূর পাল্লার ট্রেনের যাত্রীদের জন্য পিছনের দিকে বিকল্প হিসেবে পার্সেল আনার পথও খোলা থাকছে।

    যাত্রীদের সুবিধার্থে প্রফুল্ল দ্বার লাগোয়া পাঁচটি নতুন বুকিং কাউন্টার খোলা হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারি এবং বাড়তি রক্ষী মোতায়েন হয়েছে। দমদম স্টেশনেও অতিরিক্ত পাঁচটি বুকিং কাউন্টার খোলা হচ্ছে। যন্ত্রের মাধ্যমে স্বয়ংক্রিয় ব্যবস্থায় স্থির এবং ভ্রাম্যমান অবস্থায় যাত্রীদের টিকিট কাটার জন্য প্রয়োজনীয় সুবিধা দিচ্ছে রেল। শিয়ালদহ-বজবজ শাখার সঙ্গে মাঝেরহাট স্টেশনের মাধ্যমে জোকা-মাঝেরহাট মেট্রোর সংযুক্তি বেহালার পুজোয় ভিড় বাড়াতে পারে। ভিড় সামলাতে শিয়ালদহ-সহ একাধিক স্টেশনে নজরদারি করছে রেল।
  • Link to this news (আনন্দবাজার)