• পুজোর আগেই মিলবে বেতন, বাংলায় নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বিরাট সুখবর
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় সরকারি সরকারি কর্মচারীদের জন্য সুখবর। নবরাত্রি, দুর্গাপুজো-দশেরার কথা বিবেচনা করে, কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন নির্দিষ্ট দিনের আগে দিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন চলতি মাসের ২৬ তারিখ পেতে পাবেন। উৎসব উদযাপনে যাতে কোনও অসুবিদা না হয় তাই এই পদক্ষেপ মোদি সরকারের। এই বিষয়ে, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিয়ন্ত্রক ও নিরীক্ষক জেনারেল (সিজিএ)-এর দপ্তর ইতিমধ্যেই একটি আদেশ জারি করেছে।

    কেন্দ্রীয় সিদ্ধান্তের ফলে,পশ্চিমবঙ্গে নিযুক্ত সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী, শিল্প কর্মচারী এবং পেনশনভোগীরা অগ্রিম বেতন পাবেন। সাধারণত মাসের শেষ দিন বেতন পান সরকারি কর্মচারীরা। কিন্তু সেপ্টেম্বর মাসের বেতন ২৬ তারিখ (শুক্রবার, চতুর্থীর দিন) পাওয়া যাবে।

    সরকার আংশিক অর্থ প্রদান করবে
    সরকারের সিদ্ধান্তের উদ্দেশ্য হল, উৎসবের সময় কেন্দ্রীয় কর্মচারীদের উপর আর্থিক বোঝা লাঘব করা। বাংলার কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যাতে পরিবারের সঙ্গে উৎসব আরামে উপভোগ করতে পারেন তাই উদ্যোগ নেওয়া হয়েছে। জারি করা আদেশে বলা হয়েছে যে, এই অগ্রিম অর্থের আংশিক অর্থ প্রদান করা হবে। মাস শেষে, প্রকৃত বেতন এবং পেনশনের সম্পূর্ণ হিসাব করার পরে যা কিছু অবশিষ্ট থাকবে তা পরিশোধ করা হবে।

    এই আদেশ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক, বিভাগ, প্রতিরক্ষা বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়াও, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ককে (আরবিআই) রাজ্যের সমস্ত ব্যাঙ্ক শাখায় এই নির্দেশ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে- যাতে সময়মতো অর্থ প্রদান করা যায়। ব্যাঙ্ক এবং পেমেন্ট এজেন্সি অফিসগুলি (পিএও) সমস্ত পেনশনভোগীদের সময়মতো এই অগ্রিম অর্থ প্রদান করবে।

    সময়মতো অর্থ প্রদানের নির্দেশ
    কেন্দ্রীয় আধিকারিকরা বলছেন যে এই আদেশ কর্মীদের উৎসবের আগে তাদের চাহিদা পূরণে সহায়তা করবে। কেন্দ্রীয় কর্মচারীরা এই আদেশকে স্বাগত জানিয়েছেন। এই নির্দেশের অধীনে, পশ্চিমবঙ্গের সমস্ত কেন্দ্রীয় অফিসগুলিকে অবিলম্বে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলিকেও আদেশটি কঠোরভাবে অনুসরণ করার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, পেনশনভোগীদের জন্য ব্যাঙ্ক থেকে অর্থ প্রদান নিশ্চিত করা হয়েছে যাতে তাঁরা তাদের ব্যয়ে কোনও অসুবিধার সম্মুখীন না হন।
  • Link to this news (আজকাল)