• পুজোয় আরও ৪৩ স্টল সুফল বাংলার
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোর সময় সাধারণ মানুষের কাছে ন্যায্য দামে সব্জি পৌঁছে দিতে কৃষি বিপণন দপ্তর আরও ৪৩টি স্টল খুলছে। ফলে রাজ্যে সুফল বাংলার মোট স্টলের সংখ্যা বেড়ে হল ৭৪৫। পুজোর সময় সব্জি সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম যাতে স্থিতিশীল থাকে, তার জন্য বৃহস্পতিবার নবান্নে বিশেষ বৈঠক হয়। সেখানে হিমঘরে আলুর মজুত ও দামের উপর বিশেষ নজর রাখার সিদ্ধান্ত হয়েছে। কৃষি বিপণন দপ্তর সূত্রে বলা হয়েছে, বাজারে আলুর চাহিদা বেড়েছে। স্কুলের মিড ডে মিল প্রকল্প, আইসিডিএস প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করার জন্য সরকারি উদ্যোগে আলু কেনা হচ্ছে। এতে আলুর চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাষি সহ যাঁরা হিমঘরে আলু রেখেছেন, তাঁরা ভালো দাম পাবেন। হিমঘর মালিকদের সংগঠনের নেতা পতিতপাবন দে অবশ্য জানিয়েছেন, ৫০ কেজি আলুর বস্তার বন্ড এখন ৩৭০-৪০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। হিমঘরের ভাড়া মিটিয়ে সব প্রক্রিয়া সম্পন্ন করে আলু বের করলে কেজিতে ১৩-১৪ টাকা দাম মিলছে। হিমঘরে আলু রেখে এরার প্রচুর ক্ষতি হচ্ছে। প্রায় ৭৪ লক্ষ টন আলু এবার মজুত হয়েছিল। তার ৪৫ শতাংশ এখনও আছে। পুজোর জন্য শনিবারের পর বেশ কয়েকদিন হিমঘর থেকে আলু বেরবে না। তবে ইতিমধ্যে অনেক আলু বাজারে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
  • Link to this news (বর্তমান)