• আরজি করেই অনিকেতের পোস্টিং, সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
    এই সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালেই পোস্টিং দিতে হবে অনিকেত মাহাতোকে, সম্প্রতি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করল রাজ্য। অনিকেত জানান, তিনি ডিভিশন বেঞ্চে এই লড়াই লড়বেন। তবে এই ধরনের আইনি লড়াইয়ের খরচ ভাবাচ্ছে এই চিকিৎসককে।

    উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যজুড়ে উঠেছিল প্রতিবাদের ঢেউ। আর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন অনিকেত মাহাতো। তিনি আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসক ছিলেন। এ দিকে চলতি বছরে তিন চিকিৎসকের প্রথম পোস্টিংয়ের জায়গা বদল নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।

    এই তিন জনই ছিলেন আরজি কর আন্দোলনের মুখ। তাঁরা হলেন, অনিকেত মাহাতো, আশফাকুল্লা নাইয়া ও দেবাশিস হালদার। কাউন্সেলিংয়ে দেবাশিস হালদারকে মালদার গাজোল স্টেট জেনারেল হাসপাতালে, অনিকেত মাহাতোকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও আসফাকুল্লাকে পুরুলিয়ায় পোস্টিং দেওয়া হয়।

    এই পোস্টিংয়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন আশফাকুল্লা, দেবাশিস এবং অনিকেত। তবে আশফাকুল্লা ও দেবাশিস নতুন হাসপাতালে কাজে যোগ দেন। কিন্তু অনিকেত নতুন পোস্টিং গ্রহণ করেননি।

    অনিকেতের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর আদালত নির্দেশ দিয়েছিল, এই চিকিৎসককে তাঁর পছন্দের পোস্টিং দিতেই হবে রাজ্যকে। অনিকেতকে রায়গঞ্জে বদলি ‘সিরিয়াস’ ভুল রাজ্যের, পর্যবেক্ষণ ছিল হাইকোর্টের। এ বার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছে রাজ্য।

  • Link to this news (এই সময়)