• সোনারপুরে পুজো মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
    এই সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • শনিবার ভোররাতে সোনারপুরের এক পুজো মণ্ডপে কাজ করার সময়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম বিশ্বজিৎ সাহা (৩৬)। তাঁর বাড়ি সুভাষ পার্ক এলাকায়।

    এ দিন ভোররাতে তিনি সুভাষ পার্ক থার্ড লেনের শান্তি সঙ্ঘ ক্লাবে বিদ্যুতের আলো লাগানোর কাজ করছিলেন। সেই সময়েই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মণ্ডপে আরও অনেকে উপস্থিত ছিলেন শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ সারার জন্য। তাঁরা তড়িঘড়ি বিশ্বজিতকে উদ্ধার করে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন, বিশ্বজিৎ বিদ্যুৎ সংক্রান্ত সমস্ত কাজে অত্যন্ত দক্ষ বলেই তাঁরা জানতেন। এ ছাড়াও সুরক্ষার সমস্ত ব্যবস্থাও করা হয়েছিল। তার পরেও কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না, দাবি উদ্যোক্তাদের। উল্লেখ্য, গত সোমবারই প্রবল দুর্যোগ দেখেছে শহর কলকাতা। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন ছিল। বৃষ্টি এবং জমা জলের কলকাতা ও জেলা মিলিয়ে মৃত্যু হয়েছিল মোট দশ জনের।

  • Link to this news (এই সময়)