• ৫০ হাজার টাকা ধার শোধ না করেই আকস্মিক মৃত্যু বন্ধুর, শ্মশানে এসে জ্বলন্ত চিতার ওপর এ কী কাণ্ড করলেন ব্যক্তি! ভাইরাল ভিডিও
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  •  আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের এক গ্রামে ঘটলো চমকে দেওয়া ঘটনা। ৫০ হাজার টাকার ঋণ ফেরত না মেলার ক্ষোভে এক ব্যক্তি তাঁর মৃত বন্ধুর দাহক্রিয়ার সময় জ্বলন্ত চিতার ওপর হামলা চালালেন। এই ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে।

    ঘটনাটি ঘটে গ্রামের শ্মশানে, এক সন্ধ্যায় অনুষ্ঠিত অন্ত্যেষ্টিক্রিয়ার সময়। প্রত্যক্ষদর্শীদের তোলা ভিডিওতে দেখা যাচ্ছে— মৃতদেহের চিতায় আগুন জ্বলছে, পাশে দাঁড়িয়ে শোকস্তব্ধ পরিবার, স্ত্রী ও সন্তানরা কাঁদছেন। ঠিক তখনই এক ব্যক্তি হাতে লাঠি নিয়ে হঠাৎ সেখানে হাজির হন এবং জ্বলন্ত চিতায় আঘাত করতে শুরু করেন। আঘাতে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে, কাঠের টুকরো ছিটকে যায় চারদিকে। শ্মশানঘাট মুহূর্তেই বিশৃঙ্খলায় ভরে ওঠে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি ও হামলাকারী দীর্ঘদিনের বন্ধু ছিলেন। দু’জনেই কৃষিকাজ করতেন। দুই বছর আগে মৃত ব্যক্তি তাঁর বন্ধুর কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন, এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ফসল বিক্রি হলে টাকা ফেরত দেবেন। কিন্তু আকস্মিক অসুস্থতায় তাঁর মৃত্যু হওয়ায় ঋণ ফেরত দেওয়া সম্ভব হয়নি।

    হামলাকারীর অভিযোগ, মৃত ব্যক্তি ইচ্ছে করেই টাকা শোধ করেননি। গ্রামবাসীদের মতে, তিনি জীবিত অবস্থায় বন্ধুকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেন, তবে মৃত্যুর পর এমন ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাবেন তা কেউ কল্পনাও করেননি।

    ঘটনার ভিডিও প্রথমে গ্রামের এক যুবক হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেন। এরপর সেটি ইনস্টাগ্রাম ও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং লক্ষ লক্ষ মানুষ দেখেন। নেটিজেনদের একাংশ তীব্র নিন্দা জানিয়ে লিখেছেন, “এটাই কলিযুগ, বন্ধুত্বও এখন ব্যবসার মতো।” আরেকজন লিখেছেন, “রাগ বোঝা যায়, কিন্তু জ্বলন্ত চিতায় আক্রমণ? এটি চূড়ান্ত বর্বরতা।”

    গ্রামে এই ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তবে এখনো তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কি না, তা স্পষ্ট নয়।

    সামাজিকভাবে মৃত ব্যক্তির পরিবারও মারাত্মক মানসিক আঘাতের মুখে পড়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার মতো শোকের মুহূর্তে এই ভয়াবহ ঘটনা নিছক ঋণ-প্রশ্নকেই মানবিকতার সীমা ভাঙার উদাহরণ হিসেবে সামনে এনেছে।
  • Link to this news (আজকাল)