• দিল্লির ৩৫ বছরের ব্যক্তির সঙ্গে ৬৫ বছরের মার্কিন মহিলার বিয়ে! বাবা মা বাড়ি ফিরতেই শুরু হল আসল 'নাটক' ...
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভালোবাসা নাকি সীমানা মানে না— দেশ, সংস্কৃতি, বয়স কিংবা পারিবারিক অমত— সব কিছু অতিক্রম করে প্রেম টিকে যেতে পারে। এমনই এক নজির স্থাপন করেছেন দিল্লির ৩৫ বছরের যুবক সুমিত সিং ও মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৫ বছরের মহিলা জেনি স্ল্যাটেন। তাঁদের অপ্রচলিত প্রেমের গল্প আন্তর্জাতিক টেলিভিশন রিয়েলিটি শো 90 Day Fiancé: The Other Way-এর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে, আর আজও চলছে সেই নাটকীয় যাত্রা।

    অনলাইনে পরিচয়, শুরু হয়েছিল কৌশলে প্রতারণা দিয়ে! সেটা ঠিক কেমন জানাচ্ছেন দম্পতি। ২০১২ সালে প্রথম পরিচয়। জেনি ক্যালিফোর্নিয়ায় থাকতেন। অনলাইনে আলাপ হয়েছিল এক “২৫ বছরের ব্রিটিশ যুবক”-এর সঙ্গে, যিনি আসলে ছিলেন দিল্লির সুমিত। সত্য প্রকাশ্যে আসার পরও জেনি সম্পর্ক ভাঙেননি, বরং ভারত সফরে এসে সুমিতের সঙ্গে সরাসরি দেখা করেন ২০১৩ সালে।

    ৩০ বছরের বয়সের ফারাক, পরিবারের প্রবল আপত্তি সত্বেও সরে আসেননি সুমিত। জেনি ও সুমিতের মধ্যে বয়সের ফারাক প্রায় ৩০ বছর। এই বয়সভেদই হয়ে দাঁড়িয়েছিল তাঁদের সম্পর্কে সবচেয়ে বড় বাধা। বিশেষ করে সুমিতের মা তাঁর ছেলের এই সম্পর্কের ঘোর বিরোধিতা করেছিলেন। বছরের পর বছর ধরে জেনিকে স্বীকৃতি পাওয়ার জন্য লড়াই চালাতে হয়। এক পর্যায়ে জানা যায়, সুমিতকে ইতিমধ্যেই এক প্রথাগত বিবাহে আবদ্ধ করা হয়েছিল।

    সেই স্ত্রীকে ডিভোর্স দিয়েই জেনিকে বিয়ে করেন বলে জানান সুমিত। ২০১৯ সালে এই তথ্য প্রকাশ্যে আসতেই জেনি ভেঙে পড়েন এবং কিছুদিনের জন্য আমেরিকায় ফিরে যান। পরে সুমিত প্রতিশ্রুতি দেন তিনি আগের স্ত্রীকে ডিভোর্স দেবেন এবং জেনির সঙ্গেই থাকবেন। দীর্ঘ প্রতীক্ষার পর ২০২১ সালে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন।

    দম্পতির এই বাস্তব জীবনের 'নাটক' এখন ওটিটি প্ল্যাটফর্মের অন্যতম আকর্ষণ। বর্তমানে 90 Day Fiancé-এর নতুন মৌসুমে দেখা যাবে, জেনি ও সুমিত সুমিতের বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে থাকছেন। পরিবারের আশীর্বাদ মিললেও, প্রথাগত ভারতীয় গৃহস্থ জীবনে মানিয়ে নিতে জেনির যথেষ্ট অসুবিধা হচ্ছে। এক স্বাধীন মার্কিন জীবনের পর হঠাৎ ভারতীয় পারিবারিক নিয়ন্ত্রণে খাপ খাওয়ানো তাঁর কাছে এক কঠিন চ্যালেঞ্জ।

    নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দম্পতি। ক্যাফে ব্যবসায় হাতেখড়ি দিতে চলেছেন তারা। চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপনের পর এবার তাঁরা নতুন স্বপ্ন দেখছেন। সুমিত রান্না বিষয়ক ব্যবসায় নামছেন, আর জেনি তাঁর অবসরকালীন সঞ্চয় থেকে বিনিয়োগ করছেন। একসঙ্গে শুরু করছেন নিজেদের ক্যাফে। নতুন এই পদক্ষেপ যেমন উত্তেজনার, তেমনই আর্থিক ঝুঁকিও কম নয়।

    এই ঘটনায় সামাজিক প্রতিক্রিয়া ও বার্তাও এসেছে নানা মহল থেকে। এই দম্পতির গল্প শুধু বিনোদন জগতেই আলোচিত নয়, সামাজিক বিতর্কও সৃষ্টি করেছে। বয়সের পার্থক্য, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন অর্থনৈতিক পটভূমি— সব কিছু মিলিয়ে তাঁদের সম্পর্ক আজ আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ সমালোচনা করেছেন, কেউ বা প্রশংসা করেছেন তাঁদের দৃঢ়তা ও ভালোবাসার প্রতি অঙ্গীকারকে।

    জেনি ও সুমিত প্রমাণ করেছেন— ভালোবাসা শুধু আবেগ নয়, বরং লড়াই, ধৈর্য ও মানিয়ে নেওয়ার নাম। আর তাঁদের যাত্রাপথ এখনো চলছেই— দর্শকদের চোখের সামনে, ওটিটি প্ল্যাটফর্মের আলোর মঞ্চে।
  • Link to this news (আজকাল)