• ডিজিটাল ইন্ডিয়ার পথে বড় পদক্ষেপ, ওড়িশা থেকে বিএসএনএলের স্বদেশি 4G নেটওয়ার্ক উদ্বোধন করলেন মোদি...
    আজকাল | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ডিজিটাল ইন্ডিয়ার পথে আরও এক বড় পদক্ষেপ। শনিবার ওড়িশার ঝাড়সুগুড়া থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের (বিএসএনএল) সম্পূর্ণ ‘স্বদেশি’ 4G নেটওয়ার্ক। একইসঙ্গে বিএসএনএলের রৌপ্য জয়ন্তী পালনের দিনটিতেই এই প্রকল্প চালুর মাধ্যমে টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে দেশীয় প্রযুক্তির ব্যবহারে নতুন দিগন্ত খুলল। সরকারি আধিকারিকদের মতে, এই উদ্যোগ ডিজিটাল সংযোগ বাড়ানোর পাশাপাশি গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্বদেশি 4G নেটওয়ার্ক চালু হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়া ভিশনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

    এর মাধ্যমে ডিজিটাল বিভাজন কমবে, গ্রামীণ সমাজ শক্তিশালী হবে এবং বিএসএনএলের ভবিষ্যৎ 5G আপগ্রেডের পথ প্রশস্ত হবে। এতে ২০ লক্ষেরও বেশি নতুন গ্রাহক উপকৃত হবেন।’ উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন প্রায় ৯৭,৫০০টি বিএসএনএল 4G মোবাইল টাওয়ারেরও সূচনা করেন, যার মধ্যে ৯২,৬০০টি সাইট নতুন প্রযুক্তি নির্ভর। প্রায় ৩৭,০০০ কোটি টাকার বিনিয়োগে তৈরি এই টাওয়ারগুলিতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার হয়েছে। এর ফলে টেলিযোগাযোগ অবকাঠামোয় দেশীয় উৎপাদনের তালিকায় ভারত জায়গা করে নিল বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে। নতুন এই নেটওয়ার্ক ক্লাউড-ভিত্তিক এবং ভবিষ্যতে সহজেই 5G-তে আপগ্রেড যোগ্য বলে জানা গিয়েছে।

    জানা গিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে ২৬,৭০০টি গ্রাম প্রথমবারের মতো সংযুক্ত হবে, যার মধ্যে ওড়িশার ২,৪৭২টি গ্রামও রয়েছে। এদের অধিকাংশই দুর্গম, সীমান্তবর্তী ও জঙ্গি-প্রভাবিত এলাকায় অবস্থিত। বিএসএনএলের আশা, এই উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীর কাছে মোবাইল এবং ইন্টারনেট পরিষেবার প্রসার বাড়াবে এবং যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন আনবে। উল্লেখযোগ্য বিষয় হল, এই উদ্যোগে পুরোপুরি সৌরশক্তি চালিত টাওয়ার ব্যবহার করা হয়েছে। যা দেশের মধ্যে সবথেকে বড় ‘গ্রিন টেলিকম সাইট ক্লাস্টার’ তৈরি করেছে। 

    ফলে টেকসই পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই প্রসঙ্গে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি গড়ে তুলতে সক্ষম হয়েছি। যখন কোনও গ্রামে সংযোগ পৌঁছবে, তখনই প্রকৃত অর্থে তাদের বাকি পৃথিবীর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে।’ এছাড়াও, প্রধানমন্ত্রী এদিন উদ্বোধন করেন ‘ডিজিটাল ভারত নিধি’ প্রকল্পের অধীনে দেশের ১০০ শতাংশ 4G স্যাচুরেশন নেটওয়ার্ক, যা ২৯,০০০ থেকে ৩০,০০০ গ্রামকে মিশন মোডে সংযুক্ত করবে।
  • Link to this news (আজকাল)