• আজ মেঘলা থাকবে কলকাতার আকাশ, বৃষ্টি হবে কি? জানুন আপডেট
    বর্তমান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • কলকাতা, ২৭ সেপ্টেম্বর: উৎসবে মেতেছে বাংলা। এখন একমাত্র চিন্তা বৃষ্টি নিয়ে। গতকাল, চতুর্থীতেও দেখা গিয়েছে বৃষ্টি-অসুরের চোখ রাঙানি। প্রথমে টিপটিপ, তারপর ঝিরঝির, শেষে একেবারে ঝমঝমিয়ে। তবুও মানুষের ঢল দেখা গিয়েছে মণ্ডপে মণ্ডপে। কলকাতা থেকে জেলা- চিত্রটা প্রায় এক। আজ, শনিবারও কলকাতায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যার নেপথ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ।

    আলিপুর হাওয়া অফিসের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, এদিন আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা ঘোরাফেরা করবে সর্বোচ্চ ৩১ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গতকাল শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.২ ডিগ্রি (+০.৭) এবং ২৬.২ ডিগ্রি (+০.২) সেলসিয়াস। শুক্রবার ভোর সাড়ে ছ’টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২০.৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, শনিবার সকালে এটি গভীর নিম্নচাপ হিসেবে দক্ষিণ ওড়িশা-উত্তর অন্ধ্র উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। সেই এলাকা পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেকটা দূরে হলেও পরোক্ষ প্রভাবে আজ বৃষ্টির মাত্রা বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় কোথাও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বজ্রপাত সহ বৃষ্টি চলবে। উপকূলবর্তী তিন জেলা ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং অন্য জেলাগুলিতে হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ৩০-৪০ কিলোমিটার হতে পারে। তাই উপকূলবর্তী এলাকার পুজো প্যাণ্ডেলগুলির ক্ষয়ক্ষতি আটকাতে আগাম ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রবিবার, ষষ্ঠীর দিনেও দক্ষিণবঙ্গে বজ্রমেঘ সৃষ্টি হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। এই সময় বজ্রপাতের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)