গত সোমবার রাতের এক টানা ছয় ঘন্টা বৃষ্টির ফলে কলকাতা শহরের যে দুরবস্থা হয়েছিল তার রেশ এখনও কাটেনি। পুজোর আমেজে কিঞ্চিৎ ভুলে থাকলেও প্রত্যেকের মনের অন্দরে বৃষ্টি নিয়ে কম বেশি আশঙ্কা রয়েছে। প্রতিদিন খবরের কাগজ এবং টিভির চ্যানেলে চোখ রাখছেন মানুষ। সকলের মনে একটাই দুশ্চিন্তা, পুজোর চার দিনই কি বৃষ্টি হবে? এই প্রসঙ্গে হাওয়া অফিসও স্বস্তির খবর শোনায়নি।
খবর, বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল ক্রমশ স্পষ্ট হচ্ছে। যত পশ্চিমে সরে আসছে আরও বেশি ঘনীভূত হচ্ছে নিম্নচাপটি। আগামী ২৪ ঘন্টার মধ্যেই এর জেরে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে দুর্যোগ। শনিবার নিম্নচাপটির স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এর ফলে কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগত নিম্নচাপের প্রভাব থেকে মুক্ত নয় অন্য রাজ্যগুলিও। এর জেরে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
জানা গিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ষষ্ঠীর দিনও দক্ষিণের জেলাগুলির মধ্যে হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। উত্তরের জেলাগুলির মধ্যে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিঙেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সপ্তমী এবং অষ্টমীতেও এই জেলাগুলি ভিজতে পারে। তবে অষ্টমীর দিন বিশেষ করে মুর্শিদাবাদ, নদীয়া, বাঁকুড়া এবং বীরভূমে ঝড়-বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে। নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফের দশমীতে রাজ্য জুড়ে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে উত্তাল থাকবে সমুদ্রও। উপকূল এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক করা হয়েছে। পুজোর দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।