• কালীঘাটে অমিত শাহ পুজো দিয়ে বেরাতেই উঠল জয় বাংলা স্লোগান
    দৈনিক স্টেটসম্যান | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গে পুজো মণ্ডপ উদ্বোধন করার সময়সূচি আগেই ঘোষণা করা হয়েছিল বিজেপির তরফে। সেই সময়সূচি মতো শুক্রবার পুজো মণ্ডপগুলি উদ্বোধন করলেন অমিত শাহ। এরপরেই কালীঘাটে পুজো দিতে যান। সেখানেই বিজেপির তরফে অভিযোগ, অমিত শাহকে ঘিরে পরিকল্পিত ভাবে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। কয়েকজন যুবক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে এই স্লোগান দিয়েছেন। কিন্তু দ্রুত তারা ভিড়ের মধ্যে লুকিয়ে যায়। এর পাশাপাশি অভিযোগ উঠেছে, কালীঘাট চত্বর থেকে শাহের স্বাগত পোস্টার ও ব্যানার সরিয়ে তার জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগানো হয়েছে।

    দুর্গা পুজোর উদ্বোধন করতে বঙ্গে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার কলকাতার ২টি পুজোর উদ্বোধন করেন তিনি। এদিন সকালে উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো প্যান্ডেলের উদ্বোধন করে পুজো মণ্ডপ ঘুরে দেখেন তিনি। এরপরে ইজেডসিসির পুজো মণ্ডপ উদ্বোধন করেন। পুজো মণ্ডপ উদ্বোধনের পরেই কালীঘাটে পুজো দেওয়ার উদ্দেশে যান অমিত শাহ। সেখানে পুজো দেওয়ার পর বাইরে বেরাতেই শাহকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    বিজেপির এই স্লোগান দেওয়ার অভিযোগে ৮৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রবীর মুখোপাধ্যায় বলেছেন, এমন কাজ তৃণমূলের কোনও সদস্য করতেই পারে না। এটা আমাদের সংস্কৃতি নয়। বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। তাঁদের দলের লোক এই কাজ করেছে। তিনি আরও বলেন, অমিত শাহ আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁকে স্বাগত জানানো আমাদের কর্তব্য। সবথেকে বড়ো কথা এখানে এসে তিনি মুখ্যমন্ত্রীর কাজ দেখে গিয়েছেন। অন্যদিকে বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য বলেছেন, অমিত শাহের সব ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে। সকালে সেখানে কোনও পোস্টার ছিল না। সেখানে লাগানো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ব্যানার। কালীঘাটের এই ঘটনা নিয়ে ইতিমধ্যে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে।

    উল্লেখ্য, রাজনৈতিক নেতাদের দেখে স্লোগান দেওয়ার বিষয়টি নতুন নয়। এর আগেও মুখ্যমন্ত্রীর সামনে স্লোগান ওঠে জয় শ্রী রামের। অমিত শাহ, শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়েছে একাধিকবার। পুজোর আগে এই স্লোগান দেওয়া নিয়ে এবার নতুন করে রাজনৈতিক চর্চার শুরু হল।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)