• দেশজুড়ে BSNL ‘ফোর জি’ পরিষেবার সূচনা প্রধানমন্ত্রীর, অনেক সস্তায় পরিষেবা পাবেন গ্রাহকরা
    প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কচ্ছপের গতি পেরিয়ে অবশেষে আধুনিকীকরণ। দেশজুড়ে ফোর জি পরিষেবা শুরু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড। শনিবার ওড়িশা থেকে ওই পরিষেবার সূচনা করলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরোদমে এই পরিষেবা চালু হলে আমূল বদলে যেতে পারে ভারতের টেলিকম শিল্পের গতি প্রকৃতি।

    4G প্রযুক্তি চেয়ে বেশ কিছুদিন ধরেই কেন্দ্রের কাছে দরবার করছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের কর্মী সংগঠনগুলি। অবশেষে সেই অনুরোধে মন গলেছে কেন্দ্রের। গত কয়েক বছরে দেশজুড়ে প্রায় ৯৮ হাজার ফোর জি টাওয়ার বসানো হয়েছে। সবটাই হয়েছে দেশি প্রযুক্তিতে। সূত্রের খবর দ্রুত যুদ্ধকালীন তৎপরতায় আরও লক্ষাধিক টাওয়ার বসানোর প্রক্রিয়া চলছে। বিএসএনের আধুনিকীকরণের পুরো প্রক্রিয়াই সম্পন্ন হয়েছে দেশীয় প্রযুক্তিতে। সুইডেন, ডেনমার্ক, চিন, দক্ষিণ কোরিয়ার পর ভারতই একমাত্র দেশ যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ৪জি পরিষেবা শুরু করল। বিএসএনএলকে বাঁচাতে ভারত সরকার ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

    বিএসএনএল সূত্রের দাবি, ফোর জি পরিষেবা চালু হয়ে যাওয়ায় এবার বিএসএনএলও বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামার জায়গায় পৌঁছে গেল। এরপর থেকে আর নেটওয়ার্ক সমস্যা হবে না। এমনকী পরিষেবার গতিও বাড়বে। এমনিতে বিএসএনএলের রিচার্জ প্ল্যানগুলি বেসরকারি সংস্থার চেয়ে ৩০-৪০ শতাংশ সস্তা। সূত্রের দাবি, ৪জি পরিষেবার ক্ষেত্রেও ওই ৪০ শতাংশ পর্যন্ত কম খরচে পরিষেবা দেওয়া হবে।

    ফোর জি-তেই শেষ নয়, আগামী দিনে ফাইভ জি এবং ৬ জি পরিষেবাও চালু করতে চায় বিএসএনএল। তবে আপাতত ফোকাস ফোর জি-তেই। এই মুহূর্তে বিএসএনএলের ৯০ লক্ষ গ্রাহক পরিষেবা পাবেন।
  • Link to this news (প্রতিদিন)