হাই কোর্টের নির্দেশে বাংলাদেশ থেকে ঘরে ফিরবেন সোনালিরা, অপেক্ষায় বীরভূমের পরিবার
প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায়ে খুশির হাওয়া বীরভূমের পাইকরে। সোনালি বিবির বোনের প্রতিক্রিয়া, দিদি দেশে ফিরবে, ঘরে ফিরবে, এর চেয়ে আনন্দের কিছু হতে পারে না। দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অন্তঃসত্ত্বা সোনালি বিবি-সহ ছ’জনকে বাংলাদেশ থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই রায়ে স্বস্তিতে দুই পরিবার।
উল্লেখ্য, দানিশ শেখ, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী সোনালি বিবি, তাঁদের পাঁচ বছরের ছেলে, সুইটি বিবি ও তাঁর দুই সন্তান—মোট ছ’জনকে গত ২৬ জুন দিল্লির রোহিণী এলাকা থেকে বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তাঁদের অসম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। সেই দুঃসংবাদ এসে পৌঁছয় বীরভূমের গ্রামে। তারপর থেকেই আশঙ্কায় দিন গুনছে পরিবার। পরিবারের দাবি, ভারতের নাগরিক হিসেবে সব বৈধ নথি তাঁদের কাছে ছিল। তারপরও বাংলাদেশি তকমা দিয়ে সোনালিদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে! রাজ্যসভার সাংসদ তথা পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম কলকাতা হাইকোর্টে ওই ছয়জনকে বাংলাদেশ থেকে ভারতে ফেরানোর দাবি জানিয়ে মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টের এই রায়।
সোনালি বিবির বোন রোশনি বিবি বলেন, ‘‘দিদি, জামাইবাবু আর ছোট বোনপো কোথায়—কিছুই জানতাম না। থানায় গিয়েছি, অফিসে ঘুরেছি, কিন্তু প্রথমে কোনও উত্তর পাইনি। পরে জানতে পেরেছিলাম, দিদিকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। দিদি ঘরে ফিরবে, এর চেয়ে আনন্দের কিছু হয় না।’’ সুইটি বিবির মাসি লুৎফা বিবিও বলেন, “ভারতীয় নাগরিক হিসাবে সব কাগজপত্র ছিল, তবুও বাংলাদেশে পাঠানো হয়েছে। এবার ঘরে ফিরবে। এখন শুধু অপেক্ষা।” প্রতিবেশীরাও অপেক্ষায় রয়েছেন কিছুদিনের মধ্যেই সকলে বাড়িতে ফিরে আসবেন।