• পঞ্চমীতে মর্মান্তিক ঘটনা, সোনারপুরে মণ্ডপেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
    প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • দেবব্রত মণ্ডল, বারুইপুর: পঞ্চমীর সকালে মর্মান্তিক ঘটনা। সোনারপুরে দুর্গাপুজোর মণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। তিনি ওই পুজো কমিটির সদস্য বলেই জানা গিয়েছে। মৃতের নাম বিশ্বজিৎ সাহা।

    সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কলকাতা-সহ শহরতলিতে ভারী বৃষ্টি হয়। জলমগ্ন হয়েছিল উত্তর ও দক্ষিণের বিস্তীর্ণ এলাকা। কলকাতায় জমাজলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ন’জন নাগরিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মর্মান্তিক ঘটনা রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। ওই পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে একটি বারোয়ারি পুজোর আয়োজন করা হয়েছে। পঞ্চমীর সকালে কার্যত সেখানেই ঘটল মর্মান্তিক ঘটনা। পুজো মণ্ডপেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্থানীয় যুবকের।

    ওই পুজো কমিটির সদস্য ছিলেন বিশ্বজিৎ সাহা। এদিন সকালে তিনি পুজোর মণ্ডপে গিয়েছিলেন। মণ্ডপের একটি জায়গায় হাত দিলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন! আশপাশের থেকে অন্যান্যরা ছুটে যান। মণ্ডপকে বিদ্যুৎবিচ্ছিন্ন করে বিশ্বজিৎ সাহা নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। পঞ্চমীতেই বিষাদের ছবি ঘটনা ঘিরে। 

    কীভাবে ওই ঘটনা ঘটল? কোথা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হলেন ওই ব্যক্তি? সেই বিষয় পুলিশ খতিয়ে দেখছে। বিদ্যুতের লাইনে কি কোনওভাবে শটসার্কিট হয়ে এই মর্মান্তিক ঘটনা? সেই প্রশ্নও উঠেছে। 
  • Link to this news (প্রতিদিন)