বোনাস না দিয়েই বাগান ছাড়ল কর্তৃপক্ষ, উৎসবের মরশুমে মাথায় হাত ১৪০০ শ্রমিকের
প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৫
রাজ কুমার, আলিপুরদুয়ার: পুজোর বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে চা বাগান কর্তৃপক্ষের বিবাদ চলছিল। শেষপর্যন্ত বোনাস না দিয়েই তালা ঝুলিয়ে দিল বাগান ছেড়ে চলে গেল চা বাগান কর্তৃপক্ষ। উৎসবের মরশুমে মাথায় হাত শ্রমিকদের। কাজ হারিয়ে এখন দুশ্চিন্তায় শ্রমিকরা। বাড়ছে ক্ষোভ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি চিনচুলা চা বাগানে।
পুজোর প্রাপ্য বোনাস পেতে দাবি তুলেছিলেন চা বাগানের শ্রমিকরা। ওই চা বাগানে মোট ১৪০০ শ্রমিক কাজ করেন। বোনাস দেওয়া নিয়ে টালবাহানা করছিল মালিক কর্তৃপক্ষ। ফলে ক্রমশ ক্ষোভ বাড়ছিল ওই শ্রমিকদের মধ্যে। বোনাসের দাবিতে আন্দোলনের কথাও বলেছিলেন শ্রমিকরা। শেষপর্যন্ত ২০ শতাংশ বোনাস দেওয়ার কথা বলে শ্রমিকদের আশ্বস্ত করে বাগান কর্তৃপক্ষ। কিন্তু বোনাস না দিয়েই শুক্রবার রাতে বাগানে তালা ঝুলিয়ে চলে যায় বাগান কর্তৃপক্ষ। শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে দেখেন বাগান বন্ধ। ফ্যাক্টরিতেও তালা ঝুলছে।
এরপরই ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে। অভিযোগ, কোনও নোটিশ ছাড়াই বাগান ছেড়ে চলে গিয়েছে ডুয়ার্সের কালচিনি ব্লকের চিনচুলা চা বাগান কর্তৃপক্ষ। শ্রমিকদের তরফে জানা গিয়েছে, বোনাস নিয়ে বাগান কর্তৃপক্ষ ও ট্রেড ইউনিয়নের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় ২৬ তারিখের মধ্যে নির্ধারিত ২০ শতাংশ বোনাসের ১৭ শতাংশ প্রদান করা হবে। বাকি ৩ শতাংশ দীপাবলীর সময় প্রদান করা হবে। সেই মতো বাগান কর্তৃপক্ষ গতকাল মাত্র ২০-২৫ জন সাব স্টাফকে বোনাস দিয়েছিল। বাকিদের আজ-কালের মধ্যে বোনাস দেওয়ার কথা ছিল। সেই কোনও বোনাস না দিয়েই রাতের অন্ধকারে বাগান ছাড়ে চা বাগান কর্তৃপক্ষ। বাগানের সামনেই বিক্ষোভ দেখান শ্রমিকরা। এই বিষয়ে, জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় লেবার অফিসে এই চা-বাগানের ২০ জনের প্রতিনিধি দল লেবার কমিশনারের সঙ্গে বৈঠক করবেন বলে খবর।