• ফের কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, সরশুনায় জমা জলে দোকান খুলতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার 
    প্রতিদিন | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • নিরুফা খাতুন: ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু কলকাতায়। জমা জলে দাঁড়িয়ে দোকানের শাটার খুলতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার। তাঁকে বাঁচাতে গিয়ে স্বল্প আহত দুই। শনিবার পঞ্চমীর দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সরশুনার থানার অন্তর্গত ১২৬ নম্বর ওয়ার্ডে। ঘটনায় আতঙ্ক এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার নাম সুমন্তী দেবী। বয়স ৬২। সুরশুনা থানার খুদিরাম পল্লিতে তাঁর দোকান রয়েছে। সেখানে আগে থেকেই জল জমে রয়েছে। এদিন দুপুরে সেই জমাজলে দাঁড়িয়ে দোকান খুলতে যান বৃদ্ধা। সেই সময় দোকান ঘরে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে যায়। জলে দাঁড়িয়ে শাটারের হাতলে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হন বৃদ্ধা। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন দু’জন। কোনওমতে সুমন্তী দেবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    এই ঘটনার পর থেকেই স্থানীয়রা জমা জলে হাঁটতে ভয় পাচ্ছেন। দীর্ঘদিন ধরেই এলাকায় জলজমে রয়েছে বলে দাবি এলাকার বাসিন্দাদের। এলাকায় কোনও ড্রেনেজ সিস্টেম নেই বলে অভিযোগ করেছেন তাঁরা। স্থানীয় কাউন্সিলরকে বলে কোনও সুরাহা হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

    উল্লেখ্য, চলতি সপ্তাহে সোমবার রাতভর বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় ৮জন মারা যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিইএসসিকে কড়া বার্তা দেন। এই আবহে সপ্তাহ কাটতে না কাটতেই আরও একজনের মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)