• ‘এ রাজ্যে কি পুজো করা যাবে না?’, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব সজল
    এই সময় | ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • শুক্রবারই পুজোর উদ্বোধন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৯০তম বর্ষে সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম ‘অপারেশন সিঁদুর’। বিজেপি নেতা এবং ওই পুজোর অন্যতম উদ্যোক্তা সজল ঘোষের অভিযোগ, দর্শনার্থীদের সেই পুজো দেখতে বাধা আসছে কলকাতা পুলিশের তরফে। এই পুজো বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

    পঞ্চমীর সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে সজল বলেন, ‘ কলকাতা পুলিশ পুজো বন্ধ করার পরিকল্পনা করেছে। রেলিং দিয়ে ঘিরে দিয়েছে মাঠ, এ ভাবে লড়াই করে পুজো করব কী করে?’ কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে সজলের সংযোজন, ‘পুলিশ চাইছে কোনও দুর্ঘটনা ঘটুক। যাতে পুজো কমিটিকে ব্যান করে দেওয়া যায়। আমি সনাতনী হিন্দু হয়ে এটাই জিজ্ঞেস করছি, যে এ রাজ্যে কি পুজো করা যাবে না?’

    ‘অপারেশন সিঁদুর’ থিম-এ লাইট অ্যান্ড সাউন্ড শো দেখানো হচ্ছে এই মণ্ডপে। সজলের দাবি, পুলিশের তরফে জানানো হয়েছে অডিয়ো-ভিস্যুয়াল চালানো যাবে না। এমনকী যে সংস্থাকে দিয়ে এই শো তৈরি করা হয়েছে, সেই সংস্থার সঙ্গে পুজো কমিটির চুক্তিপত্র, জিএসটি ফাইল-সহ একাধিক নথি চাওয়া হয়েছে পুলিশের তরফে। আদতে এই পুজো কমিটিকে পুলিশের তরফে হেনস্থা করা হচ্ছে বলে দাবি করেন সজল।

    এখানেই শেষ নয়, দর্শনার্থীদের দীর্ঘ লাইন পেরিয়ে মণ্ডপে এসে পৌঁছতে হচ্ছে বলেও অভিযোগ করছেন সজল। তাঁর দাবি, পুলিশ প্রায় ৩ কিমি রাস্তা ঘুরিয়ে দর্শনার্থীদের মণ্ডপে ঢোকার রাস্তা নিয়ন্ত্রণ করছে। মানুষকে হয়রানি করার জন্যেই এটা করা হচ্ছে বলে দাবি করেন সজল।

    বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘যতদূর শুনেছি, লাইট অ্যান্ড সাউন্ড শো নিয়ে অসুবিধা হয়েছে। শিয়ালদহ থেকে একটি বিশাল ভিড় সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে যায়। এ বার শোয়ের জন্য মানুষের ভিড় ওখানে জমে থাকলে বিপদ ঘটতে পারে। মানুষের নিরাপত্তার বিষয়টি আগে দেখে পুলিশ। কিছু হলে তো ওঁরাই আগে বলবেন মহাকুম্ভের সময়ে উত্তরপ্রদেশে দুর্ঘটনা ঘটেছিল, এখানেও সেরকম ঘটনা ঘটল।’

  • Link to this news (এই সময়)