• বিজয়ের সভায় মৃত্যুমিছিল, কেন পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো?
    এই সময় | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • তামিলাগা ভেটরি কাজ়াগম (টিভিকে) প্রধান বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত একাধিক। শনিবার এই সভায় প্রায় ১ লক্ষ মানুষ হাজির ছিলেন বলে মনে করা হচ্ছে। কী কারণে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলো? যা জানা যাচ্ছে —

    ১) তামিলনাড়ুর কারুরের এই সভায় দুপুরের মধ্যেই পৌঁছনোর কথা ছিল অভিনেতা-রাজনীতিক বিজয়ের। প্রায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছন বিজয়। ততক্ষণে বিপুল জনসমাগম হয় এই সভায়।

    ২) বিজয় যতক্ষণে সভায় পৌঁছন, ততক্ষণে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল বলে মনে করা হচ্ছে। অতিরিক্ত ভিড় এবং গরমের কারণে বেশ কয়েকজন অজ্ঞান হয়ে পড়েছিলেন।

    ৩) একটি বাসের ছাদে উঠে ভাষণ দিচ্ছিলেন বিজয়। কয়েকজন অজ্ঞান হয়ে যাওয়ার খবর শুনে সেখান থেকে জলের বোতল ছুড়তে শুরু করেন বিজয়।

    ৪) জলের বোতল নেওয়ার জন্য হুড়োহুড়ি আরম্ভ হয়ে যায়। সভার মাঝেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিজয় ততক্ষণে বক্তৃতা বন্ধ করে দেন।

    ৫) প্রবল ভিড়ের কারণে ঘটনাস্থল পর্যন্ত অ্যাম্বুল্যান্স পৌঁছতে দেরি হয়।

    ৬) বিজয়ের এই সভার জন্য পুলিশের কাছে যে অনুমতি চাওয়া হয়েছিল, তাতে ১০ হাজার লোকের সমাগম হতে পারে বলে জানানো হয়েছিল পার্টির তরফে। অতিরিক্ত ভিড় হওয়ার কারণেই পুলিশ ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি বলে মনে করা হচ্ছে।

    তামিল সিনেমা ইন্ডাস্ট্রির ‘সুপারস্টার’ বিজয় চন্দ্রশেখর ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। ১৯৮৪ সালে ‘ভেটরি’ নামে একটি সিনেমা শিশুশিল্পী হিসাবে প্রথম কাজ করেন তিনি। ২০০৯ সালে বিজয় তাঁর ফ্যান ক্লাব ‘বিজয় মাক্কাল ইয়াক্কাম’ চালু করেন। এই ফ্যান ক্লাব মূলত এআইএডিএমকে জোটকে সমর্থন করে। ২০২৪ সালে সিনেমা ছেড়ে সরাসরি রাজনীতিতে নামেন বিজয়। এক সময়ে কেন্দ্রীয় সরকারের সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছিল বিজয়কে। ২০২৬ সালে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বেশিরভাগ আসনেই লড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে সমাবেশ শুরু করেছেন বিজয়।

  • Link to this news (এই সময়)