• অবৈধ সন্তানকে বিক্রির চেষ্টা, বিফল হয়ে জঙ্গলে ফেলে দিয়েছিলেন মা! মুখে পাথর ভরে খুনের চেষ্টা করেও পার পেলেন না...
    আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাত্র ১৫ দিন আগেই জন্ম। মায়ের কোলের বদলে তার ঠাঁই হল জঙ্গলের ঝোঁপের মধ্যে। আঠা দিয়ে বন্ধ ঠোঁট। মুখে পাথর ভরা। সেভাবেই ১৫ দিনের সদ্যোজাতকে জঙ্গলে ফেলে রেখে কেউ বা কারা পালিয়ে গেছে। হাড়হিম দৃশ্য দেখে চমকে উঠেছে পুলিশও। 

    এই ঘটনার দুই দিন পরেই সদ্যোজাত শিশুর মা ও দাদুকে আটক করল পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, সদ্যোজাতর মায়ের অবৈধ সম্পর্কের জেরেই এই শিশুটির জন্ম হয়। সমাজে কুৎসা রটে যাওয়ার ভয়ে গর্ভবতী মেয়েকে নিয়ে বাবা অন্যত্র ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। সেখানেই সদ্যোজাতকে প্রসব করেন তরুণী। এরপরই শিশুটিকে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছিল। সেই পরিকল্পনা ভেস্তে যাওয়ায় সদ্যোজাতকে জঙ্গলে ফেলে এসেছিল। 

    পুলিশ সূত্রে আরও জানা গেছে, তরুণীকে আটক করে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তিনি এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। কয়েক মাসের মধ্যে গর্ভবতী হয়ে পড়েন। তবে সদ্যোজাতকে নিজেদের কাছে রাখতে চাননি। অন্যত্র সন্তান প্রসব করে বিক্রি করে দিতে চেয়েছিলেন। ইতিমধ্যেই সদ্যোজাতর সঙ্গে সকলের ডিএনএ পরীক্ষা করে রিপোর্ট মেলানোর প্রক্রিয়া শুরু করা হবে‌। অভিযুক্ত যুবকের খোঁজেও তল্লাশি চলছে। 

    প্রসঙ্গত, গত বুধবার সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে রাজস্থানে। পুলিশ সূত্রে জানা গেছে, এই রাজ্যের ভিলওয়াড়া জেলার জঙ্গল থেকে ১৫ দিনের এক সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। তার ঠোঁট বন্ধ করা ছিল আঠা দিয়ে। মুখে পাথর ভরা ছিল। যাতে কোনওভাবেই সদ্যোজাত চিৎকার করে কান্নাকাটি করতে না পারে। 

    পুলিশের অনুমান, সদ্যোজাতকে খুন করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে গেছে। সদ্যোজাত বেঁচেই আছে। গবাদিপশু নিয়ে এক ব্যক্তি ওই জঙ্গলে গিয়েছিলেন। ফেরার পথেই সদ্যোজাতকে তাঁর চোখে পড়ে। তড়িঘড়ি করে সদ্যোজাতকে উদ্ধার করতেই দেখেন মুখে পাথর ভরা। সেই পাথর বের করেই সদ্যোজাতকে নিয়ে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সদ্যোজাত চিকিৎসাধীন রয়েছে। 

    পুলিশ আরও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বিজোলিয়া থানার অন্তর্গত এলাকায়। সীতা কুন্ড মন্দিরের সামনের রাস্তার ধারে জঙ্গল থেকে সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় হাসপাতালে সম্প্রতি যতগুলি সন্তান প্রসব করা হয়েছে, সেই তালিকাও খতিয়ে দেখে সদ্যোজাতের পরিবারের হদিশ চালাচ্ছে তারা। 
  • Link to this news (আজকাল)