• লেহ-র অশান্তিতে হাত রয়েছে পাকিস্তানের, আইএসআই-এর সঙ্গে যোগাযোগ ছিল সোনমের, দাবি লাদাখের পুলিশকর্তার...
    আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: লাদাখের হিংসার জন্য সমাজকর্মী সোনম ওয়াংচুক পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মীর সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছেন বলে দাবি করলেন লাদাখের ডিজিপি এসডি সিং জামওয়াল। লাদাখের পুলিশকর্তা দাবি করেছে যে, লেহ-এর হিংসা ‘উস্কানিমূলক বক্তব্য’-এর মাধ্যমে পরিচালনা করেছেন সোনম। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ২৪শে সেপ্টেম্বর পার্বত্য জেলায় ঘটে যাওয়া হত্যাকাণ্ড বিদেশী শক্তির দ্বারা প্ররোচিত হতে পারে।

    সোনম ওয়াংচুক কি লেহ সহিংসতা উসকে দিয়েছিলেন?

    শনিবার লেহ-তে একটি সংবাদ সম্মেলনে লাদাখ পুলিশের ডিজিপি এসডি সিং জামওয়াল বলেন, ২৪শে সেপ্টেম্বর লেহে সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াংচুক-সহ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ প্রধান সোনম ওয়াংচুককে সহিংস বিক্ষোভের ‘প্রধান নেতা’ হিসেবে অভিহিত করেছেন এবং বলেছেন যে তাঁর বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) এর অধীনে মামলা করা হয়েছে।

    তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত ৪৪ জনকে গ্রেপ্তার করেছি... মূল চক্রের নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। মূল খেলোয়াড় সোনম ওয়াংচুককে এনএসএ আইনের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।”

    সোনম ওয়াংচুকের পাকিস্তান সংযোগ?

    এর আগে, জামওয়াল অভিযোগ করেছিলেন যে ওয়াংচুকের পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রয়েছে এবং প্রতিবেশী দেশগুলিতে তাঁর সফর নিয়ে প্রশ্ন তুলেছিলেন।  তিনি আরও অভিযোগ করেছেন যে পুলিশ একজন পাকিস্তানি পিআইওকে গ্রেপ্তার করেছে যিনি সোনমের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন।

    তিনি বলেন, “আমরা সাম্প্রতিক অতীতে একজন পাকিস্তানি পিআইওকে গ্রেপ্তার করেছি। আমাদের কাছে এর রেকর্ড আছে। তিনি (সোনাম ওয়াংচুক) পাকিস্তানে ডনের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তিনি বাংলাদেশও গিয়েছিলেন। তাই, প্রশ্ন রয়েই যাচ্ছএ... তদন্ত করা হচ্ছে।”

    ডিজিপি দাবি করেছেন যে সোনম ওয়াংচুকের হিংসা উস্কে দেওয়ার ইতিহাস রয়েছে এবং ২৪ সেপ্টেম্বরের হত্যাকাণ্ডটি আরব বসন্ত এবং নেপাল ও বাংলাদেশে বিক্ষোভের প্রশংসা করে তাঁর বক্তব্যের ফল। 

    লাদাখের লেহ জেলায় রাজ্যের মর্যাদার দাবিতে বিক্ষোভে হিংসার কারণে চারজন নিহত হওয়ার দুই দিন পর শুক্রবার সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছে। ওয়াংচুকের বিরুদ্ধে কঠোর জাতীয় নিরাপত্তা আইন (এনএসএ) জারি করা হয়েছে এবং তাঁকে যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রক সোনম ওয়াংচুকের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ করেছে। তিনি লেহ-র বিক্ষোভকে ‘পরিচালনা’ করেছেন বলেও দাবি করা হয়েছে। তবে, দাবির সমর্থনে অনশন ধর্মঘটের নেতৃত্বদানকারী এই কর্মী অভিযোগ অস্বীকার করেছেন এবং সহিংসতার নিন্দা করেছেন এবং বুধবার সহিংসতার পর পাক্ষিক অনশনও শেষ করেছেন। হিংসার পরেই লেহ-তে কারফিউ জারি করা হয় এবং ভুল তথ্য ছড়িয়ে পড়া বন্ধ করতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

    কার্ফু শিথিল করা কথা ভাবছে পুলিশ। ডিজিপি জানিয়েছেন, “আমরা দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত পর্যায়ক্রমে কার্ফু শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি। পুরাতন শহরে এটি শিথিল করা হবে। এবং নতুন এলাকায়, আমরা বিকাল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা কার্ফু শিথিল করব।”
  • Link to this news (আজকাল)