আজকাল ওয়েবডেস্ক: মহাপঞ্চমীতে জমজমাট মধ্যমগ্রাম। এদিন অনুষ্ঠিত হল সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা ২০২৫। দুই শতাধিক প্রতিযোগীদের উপস্থিতিতে জমজমাট অনুষ্ঠান। সকলকে তাকে লাগিয়ে দেন প্রতিযোগীরা দু্র্গাপুজোর আগে এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে ভিড় ছিল চোখে পড়ার মতো।
উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামের 'আমরা কজন ক্লাব'- এর পরিচালনায় ২৭ সেপ্টেম্বর, শনিবার মহাপঞ্চমীর দিন অনুষ্ঠিত হল সারা বাংলা দেহ সৌষ্ঠব প্রতিযোগিতা ২০২৫। ওজন ভিত্তিক নিয়মে ছয়টি বিভাগে ১০টি জেলার প্রায় দুশো জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। এছাড়া একটি বিভাগ ছিল বিভিন্ন জেলা থেকে আগত ওমেন্স ফিটনেসের প্রতিযোগিনীদের নিয়ে।
মহিলাদের ফিটনেস দক্ষতা দর্শকদের খুব মনোমুগ্ধ করে এদিন। এই প্রতিযোগিতায় প্রতিটি বিভাগের প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারদের পুরষ্কার প্রদান করা হয়। জুনিয়র প্রতিযোগীদের উৎসাহিত করার লক্ষ্যে সফল প্রতিযোগীদের আর্থিক পুরস্কারের পরিবর্তে সার্টিফিকেট, মেডেল এবং ট্রফি দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী দামোদর চ্যাটার্জি মহাশয়। উপস্থিত সকল মানুষের উদ্দেশে তিনি বলেন, 'জীবন ধারনের জন্য যেমন খাদ্যের প্রয়োজন ঠিক সেইভাবে শরীরকে সুস্থ সুন্দর ও সবল রাখতে ব্যায়ামের ও প্রয়োজন।'
দুর্গোৎসবের মরশুমেও এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উক্ত অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা মাননীয় শ্রী মঙ্গলময় গাঙ্গুলি এই অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য সকল প্রতিযোগী, বিশেষ অতিথি, শুভানুধ্যায়ী ও দর্শক বৃন্দদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
কয়েক বছর ধরেই শরীরচর্চার প্রতি ঝোঁক বেড়েছে কমবয়সিদের। পাড়ায় পাড়ায় জিম খোলায়, অনেকেই নিয়মিত শরীরচর্চায় মগ্ন থাকেন। তবে দেহ সৌষ্ঠবের প্রতি এখনও আগ্রহ কমেনি অনেকের। ছেলেদের পাশাপাশি মেয়েদের মধ্যেও দেহ সৌষ্ঠব ঘিরে সমান আগ্রহ ও কৌতূহল রয়েছে এখনও। এদিনের প্রতিযোগিতা তা আরও একবার প্রমাণ করে দিল।
রূপচর্চার পাশাপাশি শরীরচর্চাতেও আগ্রহ বাড়ছে মেয়েদের। বিশেষত অতিমারি পরবর্তী সময়ে শরীরচর্চার মাত্রা আরও বেড়েছে। তবে দেহ সৌষ্ঠব প্রতিযোগিতায় যারা অংশ নিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরেই এর জন্য কঠোর পরিশ্রম করেন। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি হ ডায়েটেও বিশেষ নজর থাকে। এদিনের অনুষ্ঠানে প্রতিযোগীদের উপস্থিতি তাক লাগিয়ে দিয়েছে সবাইকে।