কে ছিনিয়ে নিল সেরা প্রতিমার পুরস্কার? কে পেল সেরা মণ্ডপের স্বীকৃতি? বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫-এ বিরাট চমক ...
আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহাপঞ্চমীতে বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল হুগলির চুঁচুড়ায়। আজ শনিবার চুঁচুড়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রবাল বসাক, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, মেন্টর সুবীর মুখার্জী সহ সরকারি আধিকারিকরা।
এদিন সারা হুগলি জেলার বাছাই করা সেরা পুজোগুলিকে শারদ সম্মান প্রদান করা হয়। হুগলি জেলার মোট ১০৫ টি বারোয়ারি পুজো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা মণ্ডপ ও সেরা সমাজ সচেতনতা, এই চারটি বিভাগে মোট ১৮ টি বারোয়ারিকে পুরস্কৃত করা হয়।
প্রতি বছর বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের জন্য মুখিয়ে থাকেন পুজো কমিটিগুলো। সারাবছরের প্রস্তুতি, নানা পরিকল্পনা, পরিশ্রমের পর এই সম্মানের জন্য আগ্রহ, কৌতূহল থাকে কমবেশি সকলের। এদিনের অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছে জয়ীদের নাম।
জানা গেছে, সেরা পুজো বিভাগে পুরস্কৃত হয়েছে চন্দননগরের বাগানবাটী সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি, তালদহ নবোদয় সংঘ, শ্রীরামপুরের ৫ ও ৬ এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতি পুজো কমিটি এবং সদরের বিবেকানন্দ রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটি।
সেরা প্রতিমা বিভাগে পুরস্কৃত হয়েছে চন্দননগরের আমাদের বাড়ি পুজো, অরবিন্দ পল্লী দুর্গাপুজো কমিটি, বড়বাজার মেরী পার্ক সর্বজনীন দুর্গোৎসব সমিতি, সদরের দশঘরা বাজারপাড়া পুজো কমিটি, শ্রীরামপুরের গোস্বামী পাড়া সর্বজনীন দুর্গোৎসব।
সেরা মণ্ডপ বিভাগে পুরস্কৃত হয়েছে শ্রীরামপুরের সিংটী দেশবন্ধু যুবক সমিতি, চণ্ডীতলা নবজাগরণ সংঘ, চন্দননগরের অগ্রণী সর্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজো কমিটি, নবগ্রাম সর্বজনীন দুর্গোৎসব কমিটি, সদরের আজাদ হিন্দ ক্লাব।
সেরা সমাজ সচেতনতা বিভাগে পুরস্কৃত হয়েছে আরামবাগের ঘোষপুর সমাজ শিক্ষা কেন্দ্র (খানাকুল), আরামবাগ ২ এর পল্লী কল্যাণ সমিতি, চন্দননগরের সর্বজনীন দুর্গা পুজো কমিটি গোস্বামীঘাট, শ্রীরামপুরের চাতরা গোদার বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি।