• পঞ্চমীতেই বিষাদের সুর, সোনারপুরে প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ক্লাব সদস্য, বেহালা সরশুনায় দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধার...
    আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনের। এঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে সোনারপুরে এবং অপর জনের মৃত্যু হয়েছে বেহালা সরশুনায়। সোনারপুরে মৃত বিশ্বজিৎ সাহা (৩৬) সুভাষ পার্ক এলাকার বাসিন্দা এবং সে স্থানীয় একটি ক্লাবের সদস্য বলে জানা গিয়েছে। অন্যদিকে, সরশুনায় মৃত সুমন্তীদেবী (৬২) ১২৬ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম পল্লি এলাকার বাসিন্দা বাসিন্দা বলে জানা গিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায় ২৩ নম্বর ওয়ার্ডে একটি বারোয়ারি পুজোর প্যান্ডেলের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ক্লাব সদস্য বিশ্বজিতের। এদিন সকালে তিনি পুজো মণ্ডপে গিয়ে পুজোর আয়োজনের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। সেই সময় উপস্থিত অন্যরা দ্রুত বিদ্যুৎ বিচ্ছিন্ন করে তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

    অন্যদিকে, এদিন সকালে ক্ষুদিরাম পল্লিতে সকালে জমা জলে দাঁড়িয়ে নিজের দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন্তীদেবী। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, দোকানের শাটার কোনও ভাবে বিদ্যুতবাহী তারের সংস্পর্শে চলে আসার জন্য শাটার ধরা মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। যেহেতু তাঁর পায়ের নিচে জল ছিল সেজন্যই তাঁর শরীর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায়। তাঁকে বাঁচাতে দু'জন এগিয়ে এলে তাঁরাও অল্পবিস্তর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার পর ওই এলাকায় বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা যথেষ্ট ভীতির মধ্যে আছেন। এলাকায় জল জমে আছে এবং এই জমা জলে কোথায় বিদ্যুৎবাহী তার পড়ে আছে কিনা তাঁদের জানা নেই। ফলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন তাঁরা।

    সুমন্তীদেবী সরশুনার ক্ষুদিরাম পল্লির তালপুকুর রোডের বাসিন্দা। এদিন সকাল সাড়ে ৭টার দিকে তিনি দোকান খুলতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে পুলিশ এবং সিইএসসিকে খবর দেয়। ঘটনাস্থল থেকে বৃদ্ধাকে উদ্ধার করে নিকটবর্তী বিদ্যাসাগর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি, গত সোমবার সারারাতের বৃষ্টিতে কার্যত ভেসে গিয়েছিল গোটা কলকাতা। সেই জল এখনও নামেনি অনেক জায়গায়। উৎসবের আবহে প্রাকৃতিক দুর্যোগে হাহাকার পড়ে গিয়েছিল।

    গত সোমবার গভীর রাতের অতি প্রবল বৃষ্টির জেরে মৃত্যুমিছিল দেখা যায় শহরে। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয় জনের মৃত্যু হয়। এক ব্যক্তির দেহ জমা জলে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছিল। মৃতদের মধ্যে একজন নেতাজিনগরের বাসিন্দা, একজন কালিকাপুরের বাসিন্দা, একজন বালিগঞ্জ প্লেস (গড়িয়াহাট) এর বাসিন্দা, একজন বেনিয়াপুকুরের বাসিন্দা, একজন একবালপুরের বাসিন্দা, একজন হরিদেবপুরের বাসিন্দা, একজন বেহালার ও একজন শেক্সপিয়ার সরণির বাসিন্দা।
  • Link to this news (আজকাল)