• এক নজরে কলকাতায় নিখুঁতভাবে যাতায়াত ও প্যান্ডেল ভ্রমণের বিধিনিষেধ ...
    আজকাল | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:  কলকাতার রাস্তাঘাট দুর্গাপুজোর সঙ্গে সঙ্গে উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। কিন্তু ভিড় সামলাতে ও নিরাপত্তা বজায় রাখতে শহর জুড়ে কড়া ট্রাফিক নিয়ম চালু করেছে কলকাতা পুলিশ। পঞ্চমী (২৭ সেপ্টেম্বর) থেকে দশমী (২ অক্টোবর) এবং প্রথম বিসর্জনের দিন একাদশী (৩ অক্টোবর) পর্যন্ত একগুচ্ছ বিধিনিষেধ কার্যকর থাকবে। যাতায়াতকারীদের ও প্যান্ডেল হপারদের জন্য নিচে প্রতিদিনের বিস্তারিত ট্রাফিক নির্দেশিকা দেওয়া হল।

    ২৭ সেপ্টেম্বর (পঞ্চমী)

    পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞা: সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত (প্রয়োজনীয় পরিষেবা ছাড়া)।

    প্রধান রাস্তা বন্ধ/সীমিত চলাচল:

    উত্তর কলকাতা: রবীন্দ্র সরণি, বিডন স্ট্রিট, বি.কে. পাল অ্যাভিনিউ, নিমতলা ঘাট স্ট্রিট, অরবিন্দ সরণি

    মধ্য কলকাতা: বি.বি. গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ, সূর্য সেন স্ট্রিট, বিধান সরণির একটি বড় অংশ

    দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব: সরত বোস রোড, হাজরা রোড, লেক গার্ডেনস, রশবিহারী অ্যাভিনিউ, কালীঘাট রোড

    বাস রুট পরিবর্তন: ৩সি/২, ৩সি/১, ৪২বি-সহ একাধিক রুট গিয়েছে ইএম বাইপাস → পারমা আইল্যান্ড → পার্ক সার্কাস কানেক্টর → সাউদার্ন অ্যাভিনিউ → সরত বোস রোড দিয়ে।

    ওয়ান-ওয়ে নিয়ম: রাশবিহারী অ্যাভিনিউ, পার্ক স্ট্রিট, শেকসপিয়র সরণি অতিরিক্ত চাপের সময় একমুখী করে দেওয়া হবে।

    ২৮ সেপ্টেম্বর (ষষ্ঠী)

    পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞা: সকাল ৮টা থেকে রাত ৩টা পর্যন্ত।

    দক্ষিণ কলকাতায় কড়াকড়ি: রাশবিহারী কানেক্টর, বিজন সেতু, বালিগঞ্জ ফাঁড়ি, গড়িয়াহাট দক্ষিণ।

    বাস পরিবর্তন: ১৮বি/১৮সি, এসডি/৮, কেবি-১৫ রুট ঘুরে যাবে ইএম বাইপাস ও পার্ক সার্কাস কানেক্টর দিয়ে।

    ট্রাম চলাচল বন্ধ: সন্ধ্যা থেকে কলেজ স্ট্রিট ও বিধান সরণিতে।

    ২৯ সেপ্টেম্বর (সপ্তমী)

    পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞা: সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত।

    বিসর্জন পূর্ব প্রস্তুতি: স্ট্র্যান্ড ব্যাংক রোড, সেন্ট জর্জেস গেট, খিদিরপুর, শোভাবাজার স্ট্রিট আংশিক বন্ধ।

    বাস ঘোরানো: আনন্দপুর-হাওড়া, নবদিগন্ত-তারাতলা, বারাসত-টালিগঞ্জ রুট ইএম বাইপাস, পরম আইল্যান্ড, গড়িয়াহাট ফ্লাইওভার দিয়ে।

    অটো নিষেধাজ্ঞা: রাশবিহারী অ্যাভিনিউ, উল্টোডাঙা মেইন রোড, মানিকতলা মেইন রোডে চলাচল বন্ধ।

    ৩০ সেপ্টেম্বর (অষ্টমী)

    পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞা: সকাল ৭টা থেকে রাত ৪টা পর্যন্ত।

    কুমারী পূজা এলাকায় বিশেষ কড়াকড়ি: বাগবাজার, কুমোরটুলি, শোভাবাজার, গণেশতলা।

    বন্ধ রাস্তা: বিটি রোড (কুমোরটুলির কাছে), কলেজ স্ট্রিট, শ্যামবাজার, রবীন্দ্র সরণি।

    বাস পরিবর্তন: ২১২, ৪৭বি, ১ ও ১এ রুট প্রিন্স আনোয়ার শাহ কানেক্টর, গোলপার্ক, ইএম বাইপাস দিয়ে।

    পায়ে হাঁটার নিয়ম: রাশবিহারী, গোলপার্ক, ঢাকুরিয়ায় একমুখী পায়ে চলার পথ তৈরি করা হবে।

    ১ অক্টোবর (নবমী)

    পণ্যবাহী গাড়ি নিষেধাজ্ঞা: সকাল ৮টা থেকে রাত ৪টা (২ অক্টোবর)।

    প্রধান হটস্পট:

    দক্ষিণ: রাশবিহারী কানেক্টর, গড়িয়াহাট, গোলপার্ক, ঢাকুরিয়া ফ্লাইওভার, জোধপুর পার্ক

    কেন্দ্র: এমজি রোড, বি.বি. গাঙ্গুলি, এস.এন. ব্যানার্জি, কলেজ স্ট্রিট

    উত্তর: অরবিন্দ সরণি, রবীন্দ্র সরণি, শ্যামবাজার, বিডন স্ট্রিট

    বাস পরিবর্তন: এসডি-৭৬, জিএল-৩, ৪২এ রুট ঘুরবে ইএম বাইপাস, এজে সি বোস রোড, সাউদার্ন অ্যাভিনিউ দিয়ে।

    অটো রিকশা নিষেধাজ্ঞা: হাজরা রোড, বালিগঞ্জ ফাঁড়ি, পার্ক সার্কাস ও আশপাশে।

    ট্রাম পরিষেবা স্থগিত: সন্ধ্যার পর শহরের মূল অংশে।

    ২ অক্টোবর (দশমী ও প্রথম বিসর্জন)

    পণ্যবাহী গাড়ি চলাচল: দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিতভাবে।

    বিকেল ৩টার পর থেকে:

    পুরোপুরি বন্ধ ২৭টি রাস্তা: খগেন চট্টোপাধ্যায় রোড, বাগবাজার স্ট্রিট, বিডন স্ট্রিট, নিমতলা ঘাট স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড, গার্ডেনরিচ রোড, কালীঘাট রোড ইত্যাদি।

    বাস স্ট্যান্ড পরিবর্তন: স্ট্র্যান্ড রোড, ইডেন গার্ডেনস, খুদিরাম বসু রোডের বাস সরানো হবে কিরণশঙ্কর রায় রোডে।

    বিসর্জন রুট: স্ট্র্যান্ড ব্যাংক রোড, ক্রস রোড (ভি) → শোভাবাজার → রতন বাবু রোড ইত্যাদি পথে।

    ওয়ান-ওয়ে নিয়ম: হরিশ চ্যাটার্জি স্ট্রিট (উত্তর→দক্ষিণ), বলরাম বসু ঘাট রোড (পূর্ব→পশ্চিম), শোভাবাজার স্ট্রিট (পশ্চিম→পূর্ব)।

    ৩ অক্টোবর (একাদশী)

    দশমীর মতোই বিধিনিষেধ কার্যকর থাকবে।

    বিকেল ৩টা থেকে বিসর্জন শেষ হওয়া পর্যন্ত প্রসেশন করিডর সম্পূর্ণ বন্ধ থাকবে।

    স্ট্র্যান্ড, ইডেন, খুদিরাম বসু রোডের বাস ঘুরিয়ে দেওয়া হবে।

    নির্দিষ্ট পথে গাড়ি পার্কিং, মাল ওঠানামা পুরোপুরি নিষিদ্ধ।

    প্যান্ডেল হপারদের জন্য পরামর্শ

    উত্তর কলকাতা: বিকেল-সন্ধ্যায় বাগবাজার, শ্যামবাজার, কুমোরটুলি, নিমতলা এড়িয়ে চলুন।

    দক্ষিণ কলকাতা: রাশবিহারী ও গড়িয়াহাটের পরিবর্তে ইএম বাইপাস, সাউদার্ন অ্যাভিনিউ ব্যবহার করুন।

    কেন্দ্রীয় কলকাতা: এমজি রোড, কলেজ স্ট্রিট, বি.বি. গাঙ্গুলিতে ভিড় বেশি হবে—অন্য রাস্তা আগে থেকে পরিকল্পনা করুন।

    যাতায়াত: সম্ভব হলে মেট্রো বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করুন।

    পুলিশের নির্দেশ মানুন: প্রয়োজনে হঠাৎ রাস্তা খোলা বা বন্ধ হতে পারে।

    রিয়েল-টাইম আপডেট: সন্ধ্যা ৩টার পর বিশেষ করে বিসর্জনের দিনে ট্রাফিক ডাইভারশনের ঘোষণায় নজর রাখুন।
  • Link to this news (আজকাল)