চেন্নাই, ২৭ সেপ্টেম্বর: অভিনেতা তথা টিভিকে প্রধান বিজয়ের র্যালিতে পদপিষ্ট পরিস্থিতি। আর সেই দুর্ঘটনার জেরে জ্ঞান হারিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ২০ জন টিভিকে সমর্থক। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ২০ জনের। আজ, শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কারুরে। মৃতদের মধ্যে রয়েছে শিশু ও মহিলারা। কীভাবে ঘটল দুর্ঘটনাটি? তদন্ত শুরু করেছে পুলিশ।গোটা বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। খবর পেয়েই কারুরে হাসপাতালে ছুটে গিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতির পর্যবেক্ষণের জন্য দলীয় বিধায়ক ভি সেনথিলবালাজিকে নির্দেশ দিয়েছেন স্ট্যালিন। সূত্রের খবর, বিজয়ের র্যালিতে প্রচুর সমর্থকেরা জড়ো হয়েছিলেন। সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। সেই পরিস্থিতি দেখে নিজের বক্তব্য থামিয়ে দেন বিজয়।