• ফের ডুয়ার্সে রেললাইনে হাতি, ট্রেন চালকের তৎপরতায় রক্ষা পেল গজরাজের দল
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাশের জঙ্গল থেকে আচমকা রেললাইনে উঠে এল হাতির দল। একেবারে সামনে হাতির পাল দেখামাত্র ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেন চালক। তাঁর তৎপরতায় রক্ষা পায় বুনোর দল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা ও নাগরাকাটা সেকশনের মাঝে। রেলের তরফে জানানো হয়েছে, ১৫৪৮৪ আপ মহানন্দা এক্সপ্রেস ওই সময় যাচ্ছিল। পাশের জঙ্গল থেকে আচমকা বেশ কয়েকটি হাতি রেললাইনে উঠে আসে। তা দেখতে পেয়ে ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেন চালক মুকেশ কুমার ও সহকারি ট্রেন চালক আর কে মাহাত। এরই জেরে গতি কমে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় ট্রেন। তাঁদের এই তৎপরতার জেরেই চলন্ত ট্রেনের সঙ্গে হাতির সংঘাত ঠেকানো সম্ভব হয়েছে। ওই ঘটনার ঘণ্টাখানেক পর আবারও একই জায়গায় অন্য একটি ট্রেনের সামনে পড়ে যায় হাতির দল। সেক্ষেত্রেও অবশ্য ট্রেন চালক সজাগ থাকায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।রেল সূত্রে খবর, ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক সুজিত কুমার সিং ও রণজিৎ কুমার রেললাইনে দু’টি হাতিকে দেখতে পেয়েই ইমার্জেন্সি ব্রেক কষেন। ফলে দাঁড়িয়ে যায় ট্রেন। পরে হাতি রেললাইন পার করলে ফের ট্রেন ঘটনাস্থল পার করে।উল্লেখ্য, গত বুধবার রাতে কালিম্পং জেলার অধীন ডুয়ার্সের মংপংয়ে আলিপুরদুয়ার থেকে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় একটি হস্তিশাবকের মৃত্যু হয়। বাগরাকোট ও সেভক স্টেশনের মাঝে এলেন বাড়ি মংপং জঙ্গলের রেলপথে দুর্ঘটনাটি ঘটে।
  • Link to this news (বর্তমান)