• এবার হলদিবাড়িতে জীবন্ত দুর্গা!দেখা মিলবে জ্যান্ত অসুরেরও
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হলদিবাড়িতে এবার জীবন্ত দুর্গা। শুধু দুর্গা একাই নন, তাঁর চার সন্তানও এখানে জীবন্ত। এমনকী মণ্ডপে দেখা মিলবে জ্যান্ত অসুরের! হ্যাঁ, এমনই অভিনব উদ্যোগ নিয়েছে হলদিবাড়ির উত্তরপাড়া ইউনাইটেড ক্লাব। হলদিবাড়ি কলেজ লাগোয়া মাঠে মূল পুজো মণ্ডপের পাশেই সপরিবারে জীবন্ত দুর্গার জন্য আলাদা একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। সেখানেই সপ্তমী, অষ্টমী ও নবমী সন্ধ্যা থেকে বেশি রাত পর্যন্ত জীবন্ত দুর্গার প্রদর্শনী চলবে। জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী সেন্টারের সহযোগিতায় এই জীবন্ত দুর্গার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। জলপাইগুড়িতে জীবন্ত দুর্গা এই প্রথম। স্বাভাবিকভাবে বাসিন্দাদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।ব্রহ্মাকুমারী সেন্টারের হলদিবাড়ির ইনচার্জ দিবাকর ঘোষ বলেন, যাঁরা জীবন্ত দুর্গা সাজবেন, তাঁদের কেউ গৃহবধূ, কেউবা কলেজ ছাত্রী কিংবা শিক্ষিকা। দুর্গার সঙ্গে লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ এবং অসুর প্রত্যেকেই জীবন্ত থাকবে। সবমিলিয়ে ১৫ জনের টিম রয়েছে। পালা করে মণ্ডপে থাকবেন তাঁরা।শনিবার জীবন্ত দুর্গার সাজে মণ্ডপ ঘুরে আসেন নম্রতা ঘোষ। তাঁর সাজ দেখে হলদিবাড়ির বাসিন্দারা উচ্ছ্বসিত। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, আরও চমক বাকি। সপ্তমীতে যখন সপরিবারে জীবন্ত দুর্গা মণ্ডপে আসবেন, তখন দর্শনার্থীরা আক্ষরিক অর্থেই অবাক হয়ে যাবেন। জীবন্ত দুর্গা দেখতে তাঁদের মণ্ডপে ভিড় উপচে পড়বে বলে আশা পুজো উদ্যোক্তাদের।
  • Link to this news (বর্তমান)