গুয়াহাটি: রাজ্যে ক্ষমতায় থাকলেও আঞ্চলিক কাউন্সিলের ভোটে ডাহা ফেল বিজেপি। এবার বোড়োল্যান্ড স্বশাসিত পরিষদের নির্বাচনে বিজেপি-ইউপিপিএল (ইউনাইটেড পিপল’স পার্টি-লিবারেল) জোটকে প্রত্যাখ্যান করল জনতা। ফের ক্ষমতায় ফিরল হাগ্রামা মহিলারির দল বোড়োল্যান্ড পিপল’স ফ্রন্ট (বিপিএফ)। ৪০টি আসনের মধ্যে ২৮টিতে জিতেছে বিপিএফ। বিজেপির ঝুলিতে মাত্র ৫টি আসন। ৭টি আসন পেয়েছে জোটসঙ্গী ইউপিপিএল। ছাব্বিশেই অসম বিধানসভার ভোট। তার আগে বিজেপির হার অক্সিজেন জোগাচ্ছে বিরোধীদের।
এর আগে টানা ১৫ বছর ধরে ক্ষমতায় ছিল বিপিএফ। কিন্তু ২০২০ সালে বিজেপি-ইউপিপিএল জোটের কাছে হার মানতে বাধ্য হয়। পাঁচ বছর পর ফের স্বমহিমায় ফিরলেন হাগ্রামা মহিলারি। ইতিমধ্যেই হারের দায় স্বীকার করেছে বিজেপি-ইউপিপিএল জোট। দলের অন্দরে কেউ কেউ বলতে শুরু করেছেন, উপজাতি এলাকায় মানুষজনের দাবি বুঝতে পারেননি তাঁরা। তারই মাশুল দিতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, পরের বছর ভোট। ক্ষমতা ধরে রাখতে এবার হয়তো ইউপিপিএলের থেকে মুখ ফিরিয়ে বিপিএফের দিকে ঝুঁকবে বিজেপি।