• ২০২৯ সালের মধ্যে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • সুরাত: ২০২৯ সালের মধ্যে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে। তার আগে  ২০২৭ সালের মধ্যে গুজরাতের সুরাত থেকে বিলিমোরার অংশে হাইস্পিড ট্রেন চলতে শুরু করবে। শনিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

    এদিন সুরাত স্টেশন পরিদর্শনে যান বৈষ্ণব। ট্র্যাক ইনস্টলেশন সহ যাবতীয় কাজের অগ্রগতি খতিয়ে দেখেন তিনি। রেলমন্ত্রী জানান, বুলেট ট্রেনে মুম্বই থেকে আমেদাবাদে পৌঁছতে সময় লাগবে ২ ঘণ্টা ৭ মিনিট। বুলেট ট্রেনের সুরক্ষার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রেল। প্রবল হাওয়া ও ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এড়াতে বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। সুরাতে ইতিমধ্যে শেষ হয়েছে ভারী নির্মাণের কাজ। বর্তমানে লাইনের ধারে কাজ চলছে। জানা গিয়েছে, মেন লাইনের ট্রেনে সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ৩২০ কিমি। লুপ লাইনের ক্ষেত্রে ঘণ্টায় ৮০ কিমি। শুরুতে সকালে ও ব্যস্ত সময় আধ ঘণ্টা অন্তর ট্রেন চলবে। সম্পূর্ণ রুটে পরিষেবা চালু হলে ১০ মিনিট পর পর ট্রেন মিলবে। 
  • Link to this news (বর্তমান)