খালিস্তানি জঙ্গিকে প্রত্যর্পণ ইউএই-র
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
চণ্ডীগড়: খালিস্তানি জঙ্গিকে প্রত্যর্পণ করল সংযুক্ত আরব আমিরশাহি। শনিবার আবু ধাবি থেকে বিমানে ফেরত পাঠানো হল নিষিদ্ধ বব্বর খালসা ইন্টারন্যাশনালের সদস্য পারমিন্দর সিং পিন্ডিকে। পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছেন, কেন্দ্রীয় এজেন্সি ও বিদেশ মন্ত্রকের সহযোগিতায় ওই জঙ্গিকে ফেরানো হয়েছে। পাঞ্জাব পুলিশ সূত্রে খবর, কুখ্যাত জঙ্গি হরিন্দর সিং ওরফে রিন্ডা ও হ্যাপি পাস্সিয়ার ঘনিষ্ঠ সহযোগী পিন্ডি। একাধিক অপরাধের সঙ্গে যুক্ত সে। বাটলা-গুরুদাসপুর এলাকায় পেট্রল বোমা হামলা, তোলাবাজি সহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পিন্ডির বিরুদ্ধে রেড কর্নার নোটিশও জারি করেছিল বাটলা পুলিশ। গৌরব বলেছেন, ‘পিন্ডির প্রত্যর্পণ পাঞ্জাব পুলিশের জঙ্গিবাদ ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির প্রমান। বিশ্বের যে প্রান্তেই অপরাধী লুকিয়ে থাকুক না কেন, কিছুতেই রেহাই মিলবে না।’
Link to this news (বর্তমান)