জুবিনের মৃত্যু: লুক আউট নোটিশ আয়োজক ও ম্যানেজারের বিরুদ্ধে
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
গুয়াহাটি: ‘এটা জুবিনের অসম। নেপাল হতে দেব না।’ শনিবার সোশ্যাল মিডিয়ায় এমনই বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। তাঁর বক্তব্য, ‘জুবিনের মৃত্যুর ন্যায়বিচার সকলেই চান। তবে হিংস্রতা দিয়ে বিচার হয় না।’ সঙ্গীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুতে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকান্ত মহন্তের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হল। এছাড়াও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধেও লুক আউট নোটিশ জারি হয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেখানেই লুক আউট নোটিশ জারির কথা জানিয়েছেন তিনি।
হিমন্ত বলেছেন, ‘আগামী ৬ অক্টোবর গুয়াহাটিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আয়োজক ও ম্যানেজারকে। সেখানে তাঁদের বয়ান রেকর্ড করা হবে। দুর্গাপুজোর সময় যাতে অসুবিধা না হয়, সে কারণে দশমীর পরে আসতে বলা হয়েছে।’ হাজিরা এড়ালে? মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘তাহলে আদালতের দ্বারস্থ হব। ইতিমধ্যে শ্যামকান্তের ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রেডিট কার্ড বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে তিনি দীর্ঘদিন বাইরে থাকতে না পারেন।’ এদিন মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, গুয়াহাটি মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করে ফেলেছে। পাশাপাশি সিঙ্গাপুর থেকে প্রথম রিপোর্টটি আনানোর চেষ্টা চলছে। তিনি আরও জানান, তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন কর্তব্যরত বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হোক। এদিন মুখ্যমন্ত্রী ফের বলেছেন, ‘যদি কোনও সময় মনে হয়, অসম পুলিশ ন্যায্য বিচার দিতে ব্যর্থ তাহলে সঙ্গে সঙ্গে এই মামলা সিবিআইকে দেওয়া হবে।