খুলছে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র, বন্ধ বৈসরণ
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
শ্রীনগর: ফের খুলছে জম্মু ও কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র। এ বছরের ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরের মোট ৪৮টি পর্যটন ও ধর্মীয় স্থান পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। অবশেষে তার মধ্যে ১২টি খুলছে। সোমবার থেকে পর্যটকরা এখানে যাওয়ার সুযোগ পাবেন। তবে যে বৈসরণ ভ্যালিতে সন্ত্রাসবাদের কালো ছায়া থাবা বসিয়েছিল, সেটি এখনও বন্ধ রাখা হয়েছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা শুক্রবার রাতে রাজভবনে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। কড়া পদক্ষেপ নিতে হবে সন্ত্রাসবাদ ও পুরো নেটওয়ার্কের বিরুদ্ধে।’ তিনি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলি যৌথভাবে সন্ত্রাসবিরোধী অভিযানে সফল হয়েছে। তবে পরিস্থিতি অনুযায়ী নতুন কৌশল নিতে হবে। জানা গিয়েছে, কাশ্মীরের সাতটি পর্যটন কেন্দ্র খুলছে। তার মধ্যে রয়েছে অনন্তনাগ জেলার আরু ভ্যালি, ইয়ান্নার রাফটিং পয়েন্ট, আকাড্ডা পার্ক সহ আরও অনেকগুলি কেন্দ্র। এছাড়াও রয়েছে জম্মুর পাঁচটি কেন্দ্র।