বেরিলি: পোস্টার সরানো ও এফআইআরের প্রতিবাদে বিক্ষোভের ঘটনায় বড়সড় অশান্তি হয়েছে বেরিলিতে। শনিবার ঘটনার সঙ্গে যুক্ত আটজনকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন এক মৌলানা। ধৃতদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত।
যাবতীয় উত্তেজনার মূলে কানপুরের একটি ঘটনা। গত ৪ সেপ্টেম্বর শহরের একটি পোস্টার সরানোকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। তার রেশ ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য প্রান্তেও। শুক্রবার বেরিলিতে নামাজের পর বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশকে লক্ষ করে তারা ইট-পাথরও ছোড়েন। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। শনিবার সাংবাদিক সম্মেলনে জেলা শাসক অদ্বৈত সিং ও সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ অনুরাগ আর্য বলেন, ‘অশান্তির মূল ষড়যন্ত্রকারী মৌলানা তৌকির রাজা-সহ আটজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছে। তাঁদের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।’ শুক্রবারের ঘটনার ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে আরও ৩৬ জনকে। তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। অভিযোগ, শুক্রবারের অশান্তির মূলে রয়েছে মৌলানা রাজার উসকানিমূলক বক্তব্য।
পুলিশের দাবি, তাঁর প্ররোচনাতেই স্থানীয় যুবকেরা এলাকায় অরাজকতা সৃষ্টি করে। এসএসপি জানান, শুক্রবার থেকেই মৌলানা রাজার উপর নজরদারি চলছিল। যদিও তিনি প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ।