রায়পুরে ধৃত মাওবাদী দম্পতি, মাথার দাম ছিল ১৩ লক্ষ টাকা
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
রায়পুর ও সুকমা: মাওবাদী দমন অভিযানে জোড়া সাফল্য। প্রথম ঘটনাটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের। সম্প্রতি সেখানে এক মাওবাদী দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জগ্গু কুরসাম ও তার স্ত্রী কমলা। জগ্গুর মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা। কমলার মাথার দাম ৫ লক্ষ টাকা। দীর্ঘদিন ধরেই নির্মাণ শ্রমিক সেজে সমাজের মূলস্রোতে মিশেছিল দুই অভিযুক্ত। তারই আড়ালে চলত সংগঠনের যাবতীয় কাজ।
গত ২৩ সেপ্টেম্বর চাঙ্গোরাভট্ট এলাকা থেকে জগ্গু ও কমলাকে পাকড়াও করে ছত্তিশগড়ের রাজ্য তদন্তকারী সংস্থা (এসআইএ)। দীর্ঘদিন ধরে আমজনতার ভিড়ে মিশেছিল ওই দম্পতি। রায়পুর, ভিলাই থেকে দুর্গ- ঠিকানা বদলে বিভিন্ন এলাকায় চলে যেত ধৃতরা। নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করত। থাকত ভাড়া বাড়িতে। দেখে সন্দেহ হওয়ার কোনও উপায় নেই। তবে তদন্তকারীদের চোখে বারবার ধুলো দিয়েও শেষরক্ষা হল না। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযুক্তদের বর্তমান ঠিকানায় পৌঁছে যায় এসআইএ। দম্পতির ঘর থেকে একাধিক জিনিস মিলেছে। তার মধ্যে রয়েছে ১০ গ্রামের সোনার বিস্কুট, নগদ ১ লক্ষ ১৪ হাজার টাকা, দু’টি অ্যান্ড্রয়েড স্মার্টফোন সহ একাধিক বস্তু। তদন্তকারীদের অনুমান, শীর্ষ মাও নেতাদের ওষুধ সহ বিভিন্ন জিনিস পৌঁছে দিত ধৃত দম্পতি।
এদিকে, শুক্রবার সুকমা জেলায় মাওবাদীদের আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানা ধ্বংস করল যৌথবাহিনী। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিশেষ সূত্রে ওই কারখানার খবর মেলে। সঙ্গে সঙ্গে কৈমেন্তা গ্রামের ঘেরা জঙ্গলে হানা দেয় সুকমা ডিস্ট্রিক্ট ফোর্স, কোবরার ২০৩ ব্যাটালিয়ন ও সিআরপিএফ। ঘটনাস্থল থেকে দু’টো ব্যারেল গ্রেনেড লঞ্চার, তিনটি ডিরেকশনাল আইইডি, চারটি সোলার ব্যাটারি সহ একাধিক বস্তু উদ্ধার করা হয়েছে। বাহিনীর এক অফিসারের কথায়, ‘মেটাগুড়া ক্যাম্প থেকে তল্লাশি অভিযান শুরু হয়। তল্লাশি শেষে বাহিনীর প্রত্যেক সদস্য নিরাপদে ফিরে আসেন।’