• বিমানের শৌচাগারে ধূমপান, ধৃত যাত্রী
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: বিমানের শৌচাগারে ধূমপান। গ্রেফতার যাত্রী। ধৃত ভব্য গৌতম জৈন মুম্বইয়ের বাসিন্দা। শনিবার ফুকেট থেকে মুম্বইগামী বিমানে সওয়ার হয়েছিলেন। অভিযোগ, বিমানটি মাঝআকাশে থাকাকালীন তিনি শৌচাগারে ঢুকে ধূমপান করছিলেন। কয়েকজন যাত্রী ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন। উত্তেজনা ছড়ায় বিমানের অন্দরে। সকলেই ভেবেছিলেন যান্ত্রিক গোলযোগ। আমেদাবাদ বিমান দুর্ঘটনার আতঙ্ক ফিরে আসে অনেকের মনে। এর মাঝেই আবিষ্কার হয় ধোঁয়া আসছে শৌচাগার থেকে। এবং তার জন্য দায়ী গৌতম। সঙ্গে সঙ্গে তাঁকে বার করে আনা হয়। পরিস্থিতি সামাল দেন বিমানকর্মীরা। পরে ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করলে গ্রেফতার করা হয় গৌতমকে। উল্লেখ্য, বিমানের মধ্যে ধূমপান আইনত অপরাধ। বিমানের কর্মীরাই বিষয়টা নিয়ে সতর্ক করে দেন। কিন্তু গৌতম সম্ভবত বিমানকর্মীদের নজর এড়িয়ে শৌচাগারে ধূমপান করছিলেন। এয়ারক্রাফট আইনে গ্রেফতার করা হয়েছে তাঁকে।
  • Link to this news (বর্তমান)