লখনউ: সাত বছরের শিশুকে খুন। তারপর ক্ষতবিক্ষত দেহ ব্যাগে ভরে ফেলে গেল অভিযুক্তরা। উত্তরপ্রদেশের আজমগড়ে এই নারকীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত শাহবাজ আলমের বয়স মাত্র ৭। গত বুধবার টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি সে। থানায় নিখোঁজ ডায়েরি হলে তদন্ত শুরু করে পুলিশ। জানা যায়, শেষবার শাহবাজকে দেখা গিয়েছে শৈলেন্দ্র কুমার নিগম নামে একজনের সঙ্গে। এরইমধ্যে বৃহস্পতিবার উদ্ধার হয় শিশুটির নিথর দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাগে ভরে শাহবাজের দেহ ফেলে রেখে গিয়েছিল অভিযুক্তরা। এদিনই শৈলেন্দ্র নিগমকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এইসময় পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে সে। কিন্তু পরিস্থিতি সামাল দেয় পুলিশ। শৈলেন্দ্রর সঙ্গে ছিল রাজু নিগম নামে আরও একজন। দু’জনকেই গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি ৩.১৫ বোরের পিস্তল এবং কয়েকটি কার্তুজ উদ্ধার হয়েছে। ছোট্ট শিশুকে এভাবে কেন খুন করা হল, তা ভেবে কূল পাচ্ছে না শাহবাজের পরিবার। তবে বিষয়টাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়েছে। কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এই খুনের নেপথ্যে রয়েছে ‘বিদ্বেষ’। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে দল।