ফের ডুয়ার্সে রেললাইনে হাতি, ট্রেন চালকের তৎপরতায় রক্ষা
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: পাশের জঙ্গল থেকে আচমকা রেললাইনে উঠে আসে হাতির দল। একেবারে সামনে হাতির পাল দেখামাত্র ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেন চালক। তাঁর তৎপরতায় রক্ষা পায় বুনোর দল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের চালসা ও নাগরাকাটা সেকশনের মাঝে।
রেলের তরফে জানানো হয়েছে, ১৫৪৮৪ আপ মহানন্দা এক্সপ্রেস ওইসময় যাচ্ছিল। পাশের জঙ্গল থেকে আচমকা বেশ কয়েকটি হাতি রেললাইনে উঠে আসে। তা দেখতে পেয়ে ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেন চালক মুকেশ কুমার ও সহকারী ট্রেন চালক আর কে মাহাত। এরই জেরে গতি কমে তৎক্ষণাৎ দাঁড়িয়ে যায় ট্রেন। তাঁদের এই তৎপরতার জেরেই চলন্ত ট্রেনের সঙ্গে হাতির সংঘাত ঠেকানো সম্ভব হয়েছে।
ওই ঘটনার ঘণ্টাখানেক পর আবারও কার্যত একই জায়গায় অন্য একটি ট্রেনের সামনে পড়ে যায় হাতির দল। সেক্ষেত্রেও ট্রেন চালক সজাগ থাকায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রেল সূত্রে খবর, ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালক সুজিতকুমার সিং ও রণজিৎ কুমার রেললাইনে দু’টি হাতিকে দেখতে পেয়েই ইমার্জেন্সি ব্রেক কষেন। ফলে দাঁড়িয়ে যায় ট্রেন। পরে হাতি রেললাইন পার করলে ফের ট্রেন ঘটনাস্থল পার করে।
গত বুধবার রাতে কালিম্পং জেলার অধীন ডুয়ার্সের মংপংয়ে আলিপুরদুয়ার থেকে শিয়ালদহগামী ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় একটি হস্তিশাবকের মৃত্যু হয়। বাগ্রাকোট ও সেভক স্টেশনের মাঝে এলেনবাড়ি মংপং জঙ্গলের রেলপথে দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনার পর রাতে জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া রেলপথে ট্রেন চালানোর ব্যাপারে গতি নিয়ন্ত্রণের পাশাপাশি চালকদের আরও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। তারই জেরে এক ঘণ্টার ব্যবধানে পরপর দু’টি দুর্ঘটনা এড়ানো সম্ভব হল বলে মনে করছেন রেলকর্তারা। রেললাইনে হাতি।