• মৈত্র সংঘের থিম ‘ধৃতি’, সবুজের সংকল্পে মণ্ডপ সাজিয়েছে কোচবিহারের রকি ক্লাব
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের রকি ক্লাবের এবারের থিম ‘সবুজের সংকল্প’। প্রায় সাড়ে সাত হাজার নানা ধরনের গাছ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। কোচবিহারের একটি নার্সারি থেকে আনা হয়েছে এই বিপুল পরিমাণ গাছ। সেই সঙ্গে চন্দননগরের আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের আশপাশ। রকি ক্লাবের পুজো এবার ৩৩তম বর্ষে পা দিয়েছে। খাগড়াবাড়ির ভাসানচন্দ্র পাল প্রতিমা নির্মাণ করেছেন। বিশ্ব উষ্ণায়নকে সামনে রেখে সবুজের সংকল্প  থিমকে সাজিয়ে তোলা হয়েছে। টবে লাগানো এই সব গাছ রয়েছে মণ্ডপের ভিতর ও বাইরে। মায়ের মূর্তিও এখানে গাছের আদলে। রকি ক্লাবের সদস্য সৈকত ভট্টাচার্য বলেন, বিশ্ব উষ্ণায়নের সময় গাছকে সন্তানের মতো লালন পালন করতে হবে। পুজোর মাধ্যমে এই বার্তাই আমরা দিতে চাইছি।

    এদিকে, মৈত্র সংঘের থিম ‘ধৃতি’ এক নতুন ভাবনা। ক্লাবের পুজো এবার ৬৫তম বর্ষে পা দিয়েছে। পুজোয় সরস্বতীর বাহন সাদা রাজ হাঁস ও ময়ূরকে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের সামনে ফোম দিয়ে তৈরি গণেশ প্রতিমা নির্মাণ করা হয়েছে। ১৫ জন মেদিনীপুরের শিল্পী তিন মাস ধরে এই কারুকার্য করেছেন। প্লাই, ফোম, শালপাতা ইত্যাদি দিয়ে এই কারুকার্য করা হয়েছে। প্রতিমা হয়েছে ডাকের সাজের। কোচবিহার মৈত্রী সংঘের যুগ্ম সম্পাদক পার্থপ্রতিম সাহা বলেন, মা দুর্গার বাহনেরাও পুজোর অংশ। তাই রাজহাঁস ও ময়ূরকে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করছি দর্শকদের এই পুজো ভালো লাগবে।  কোচবিহার রকি ক্লাব। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)