উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের আনাগোনা। সঙ্গে অসহ্য গরম। ফলে, পুজোয় বজ্রগর্ভ মেঘ তৈরি করে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। শনিবার আবহাওয়ার এমন পূর্বাভাস ঘোষণা করেন সিকিম আবহাওয়া দপ্তরের অধিকর্তা গোপীনাথ রাহা। একই সঙ্গে তিনি জানান, নবমী পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের অধিকর্তা বলেন, গরম রয়েছে। বাতাসে আর্দ্রতাও রয়েছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে কিছু জলীয়বাষ্পের আনাগোনা হয়েছে। তাই বিক্ষিপ্তভাবে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি করে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রপাতও হতে পারে। তবে, নবমীর বিকেল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ওইদিন রাত থেকে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। বৃষ্টির ব্যপ্তি ও তীব্রতা বাড়তে পারে।
কয়েকদিন ধরেই অসহ্য গরম চলছে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে। পাহাড়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ি সহ সমতলে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে। স্থানীয়রা বলেন, গরমের জেরে টেকা যাচ্ছে না। বাতাসে আর্দ্রতা থাকায় ঘামও হচ্ছে। এতে কিছুটা কষ্ট হচ্ছে। তা হলেও বৃষ্টি না হওয়ার পুজোর আনন্দ স্বাভাবিক ছন্দেই রয়েছে।
কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও সকাল থেকেই ছিল প্রচণ্ড দাবদাহ। তবু কোচবিহারের ভবানীগঞ্জ বাজার সহ শহরের বিভিন্ন এলাকার দোকানপাটে যথেষ্ট ভিড় ছিল। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও গরম উপেক্ষা করেই মানুষ পুজোর মরশুমের শেষ মুহূর্তের কেনাকাটা করেছেন।