• নির্মল বন্ধুদের দিয়ে পুজোর উদ্বোধন ময়নাগুড়ি নতুন বাজার সর্বজনীনের
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: নির্মল বন্ধুদের দিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করে তাক লাগাল ময়নাগুড়ি নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটি। ময়নাগুড়ি পুরসভার ১৫ এবং ১৬ নম্বর ওয়ার্ডের নির্মল বন্ধুরা সহ তাঁদের সুপারভাইজার উপস্থিত ছিলেন। শনিবার সন্ধ্যা নাগাদ এই উদ্বোধনের পর ক্লাবের পক্ষ থেকে তাঁদের হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়।  নতুন বাজার সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্রত্যেক সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন নির্মল বন্ধুরা। 

    ময়নাগুড়ি নতুন বাজার দুর্গাপুজো কমিটির এবছরের থিম উৎসর্গ। ৫৭তম বর্ষে এবছর ময়নাগুড়ি বাসীদের তাঁরা উপহার দিয়েছে পুরনো দিনের স্মৃতিতে ফিরে যাওয়া। এক কথায় বলতে গেলে যেন টাইম মেশিনে করে আমরা ফিরে যাব পুরনো যুগে। প্রায় ১০০ বছর আগে কেমনভাবে দুর্গাপুজোর আয়োজন হতো, সেই সময় মণ্ডপ কেমন ছিল, মানুষের জীবনযাত্রা কেমন ছিল। মানুষ রান্নায় জ্বালানি হিসেবে কী ব্যবহার করত। এই সমস্ত কিছু সহ নানা পুরনো দিনের সামগ্রী দেখা যাবে এই পুজো মণ্ডপে। এবছর এই পুজোর মণ্ডপ তৈরি করছেন ময়নাগুড়ির শিল্পী জয় চন্দ। ময়নাগুড়ি নতুন বাজার কর্মতীর্থ ভবনে এই পুজোর মণ্ডপ তৈরি হয়েছে। 

    পুজো কমিটির পক্ষ থেকে সিদ্ধার্থ সরকার বলেন, আমরা সিনেমাতে টাইম মেশিনের গল্প দেখে থাকি। সেখানে দেখা যায় পুরনো দিনে ফিরে যাওয়া। এরকমই কিছু আমরা তুলে ধরছি। তবে এখানে টাইম মেশিনে চাপতে হবে না। আমাদের মণ্ডপে এলেই পুরনো স্মৃতিতে আগের সময় ফিরে যাবেন দর্শনার্থীরা। নির্মল বন্ধুরা সারা বছর অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তাঁদের জন্যই পরিষ্কার থাকে বিভিন্ন এলাকা। সেকারণেই তাঁদের সম্মান জানানো হয়েছে। তাঁদেরকে দিয়েই উদ্বোধন করা হয়েছে পুজোর।
  • Link to this news (বর্তমান)