শক্তি সংঘের পুজোয় এলিয়েন! কলাবাগানে এক টুকরো কাঠমাণ্ডু
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সুকান্ত গঙ্গোপাধ্যায়, কোচবিহার: নেপালের পশুপতিনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছে কোচবিহারের কলাবাগান স্পোর্টিং ক্লাব ও ব্যায়ামাগার। ৭৫তম বর্ষে এবছর তাদের থিম ‘এক টুকরো কাঠমাণ্ডু’। স্থানীয় ডেকরেটর দিয়েই ৫০ ফুট উঁচু ও ৪০ ফুট চওড়া মণ্ডপ নির্মাণ করা হয়েছে। মণ্ডপের ভিতরে ও বাইরে প্লাই, প্লাস্টার অর প্যারিস দিয়ে পশুপতিনাথ মন্দিরের গায়ে যেসব কারুকার্য রয়েছে তা ফুটিয়ে তোলা হয়েছে। মায়ের প্রতিমা এখানে অর্ধ নারীশ্বর রূপে রয়েছে। পুজোতে এবার পাড়ার মেয়েরাই আলোকসজ্জার ব্যবস্থা করেছেন। প্রায় সাড়ে ৬০০ বাল্বকে ছোট ঝুড়ির ভিতরে দিয়ে সোনালি রং করা হয়েছে। যা একসঙ্গে জ্বলে উঠলে অপূর্ব আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে।
কলাবাগান স্পোর্টিং ক্লাব ব্যায়ামাগারের সম্পাদক টুইঙ্কিল মহন্ত বলেন, আমাদের পুজোয় এবারের থিম ‘এক টুকরো কাঠমাণ্ডু’। শিল্পীরা পরম যত্নে এই মণ্ডপ গড়ে তুলেছেন। পাড়ার অপেক্ষাকৃত কম বয়সি মেয়েরা অত্যন্ত পরিশ্রম করে আলোকসজ্জার কাজটি করেছেন। এবার আমাদের পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। আশা করি, পুজো সকল দর্শনার্থীর ভালো লাগবে।
এদিকে, কোচবিহারের-২ ব্লকের কালীঘাট রোডের শক্তি সংঘের পুজোয় এবার ভিনগ্রহের প্রাণী ও ভিনগ্রহ থেকে আসা অজানা যানকে তুলে ধরা হয়েছে। এলিয়েন, আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও’র দেখা মিলবে এখানে। প্রোজেক্টরের মাধ্যমেও ইউএফও দেখানো হচ্ছে। ফালাকাটার ডেকরেটর মণ্ডপ তৈরি করেছেন। পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা। জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এই পুজোর অন্যতম পৃষ্ঠপোষক অভিজিৎ দে ভৌমিক বলেন, শক্তি সংঘের পুজোয় এলে দর্শনার্থীরা এলিয়েন, ইউএফও প্রভৃতি দেখতে পারবেন। আশা করি, দর্শকদের এই পুজো ভালো লাগবে। কোচবিহারের শক্তি সংঘের প্যান্ডেল। - নিজস্ব চিত্র।