দশমীতে টয় ট্রেনের যাত্রীদের জন্য ‘লিলিয়ান চেস্ট’ উপহার
বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: দশমীতে বিশেষ উপহার আনছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। চার্টার্ড টয় ট্রেনের যাত্রী হলেই রেল তাঁদের দেবে বিশেষ উপহার। আদতে একটি গিফট বক্স, যার মধ্যে থাকবে প্রেমপত্র ও পোস্টকার্ড, চাবির রিং, লিলিয়ানের প্রেমকাহিনি লেখা একটি চিঠি।
ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘লিলিয়ান চেস্ট নামে গিফট বক্স শুধুমাত্র একটি স্মারক নয়, পাহাড়ের গন্ধ ও এক প্রাচীন প্রেমকাহিনি তুলে ধরবে। যে কাহিনি যুগ যুগ ধরে বেঁচে আছে পাহাড়ের মানুষের মুখে মুখে। প্রতিটি বক্সে থাকবে ডিএইচআরের দু’টি পোস্টকার্ড, দু’টি কোস্টার, একটি চাবির রিং এবং রেলের ঐতিহাসিক স্টিম ইঞ্জিনের এক টুকরো কয়লা। সাধারণ যাত্রী ও পর্যটকরা নির্দিষ্ট স্টেশন থেকে ৫০০ টাকার মধ্যে কিনতে পারবেন এই ‘উপহার’।
স্থানীয় লোকগাথা অনুযায়ী, কার্সিয়াংয়ের এক চা বাগানের ব্রিটিশ মালিকের কন্যা ছিলেন লিলিয়ান কার্টরাইট। তিনি প্রেমে পড়েছিলেন বাগানেরই স্থানীয় এক তরুণ কর্মী রাজেন প্রধানের। সেই প্রেম ‘সমাজ’ মেনে নেয়নি। তাঁদের সম্পর্ক সামনে আসার পর লিলিয়ানকে ইংল্যান্ডে পাঠিয়ে দেন তাঁর বাবা। কিন্ত রাজেন ভুলতে পারেননি লিলিয়ানকে। তিনি তাঁর প্রেমময় চিঠি, আঁকা ছবি ও পাহাড়ি বুনোফুল ঢুকিয়ে দিতেন চায়ের বাক্সে। সেই বাক্স পৌঁছে যেত ইংল্যান্ডে লিলিয়ানের কাছে। কিন্তু লিলিয়ান ফিরে আসেননি। ঋষভ চৌধুরী বলেন, ‘আজও দার্জিলিং পাহাড়ের বাঁকে বাঁকে এই প্রেমের স্মৃতি বেঁচে রয়েছে। লিলিয়ানের চেস্টের (বক্স) মাধ্যমে ডিএইচআর সেই অকৃত্রিম ভালোবাসার স্মৃতিকে ফিরিয়ে আনতে চাইছে।’