• বিজয়ায় সিঁদুর খেলায় মহিলাদের শামিল করতে শাড়ি, আলতা বিলি
    বর্তমান | ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • মঙ্গল ঘোষ, পুরাতন মালদহ: বাঙালি বিবাহিত নারীদের জীবনে সিঁদুর এবং আলতা অবিচ্ছেদ্য অংশ।  বিজয়া দশমীতে মাকে আলতা, সিঁদুর দেওয়ার পুরনো রীতি আজও বহমান। দশমীর সকালে মণ্ডপে মণ্ডপে মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠবেন। পুরাতন মালদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডে ঐতিহ্যবাহী চন্দন স্মৃতি সংঘের সর্বজনীন দুর্গাপুজোতে সিঁদুর খেলার ধুম পড়ে যায়। এলাকার অগণিত মহিলা অংশ নেন। এই ঐতিহ্যকে ধরে রাখতে শনিবার পুরাতন মালদহ পুরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিটি এবং কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মার যৌথ উদ্যোগে সাফাইকর্মী, নির্মল বন্ধু, ডেঙ্গু নিয়ন্ত্রণের কাজে যুক্ত সদস্যের স্ত্রীদের শাড়ি, সিঁদুর এবং আলতা দেওয়া হয়। সেখানে চন্দন স্মৃতি সংঘের সদস্য পীযূষ পান্ডে সহ অন্যরা উপস্থিত ছিলেন। 

    শহরের প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম চন্দন স্মৃতি সংঘের পুজো। পুজো শুরু হওয়ার পিছনে মহিলাদের অবদান ছিল অনেক। আগে কয়েকজন মহিলা মিলে এই পুজো শুরু করেন। বাড়িতে আলাদা করে জমানো চাল দিয়ে মহিলারা তখন দেবীকে ভোগ দিতেন। পুজোয় দশমীতে সিঁদুর খেলায় মেতে উঠতেন মহিলারা। এখন সিঁদুর খেলা আরও জাঁকজমকভাবে হয়।

    ওই ওয়ার্ডের কাউন্সিলার বলেন, এলাকায় অনেক সাফাই কর্মী রয়েছেন। সারাবছর পরিশ্রম করে তাঁরা ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। এই ওয়ার্ডেই তাঁদের বাড়ি। পুজোয় তাঁদের বাড়ির মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সেই রীতি ধরে রাখতে আলতা, সিঁদুর বিলি করা হয়েছে। সঙ্গে নতুন শাড়িও দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)